সখা,
গগনের মাঝে আছো কোথায় লুকিয়ে - শ্যামা কালো বর্ণ হয়ে?
আমি যে আছি তোমার পানে চেয়ে,
কখন আসবে বসুন্ধরার মাঝে - পবনের রথে বসে আমার কাছে?
আমি যে বসে আছি তোমার অপেক্ষাতে।
কেউ যদি পথে দেয় বাধা - অস্ত্র ধরো হাতে লয়ে,
বীরের মতো যুদ্ধ করো তারি সাথে হুংকার ছেড়ে -
কাঁপিয়ে দেও পৃথিবীটাকে !
তবে থেকো না থেমে - ছুটে আসো আমার পানে,
আমি আছি বসে তোমার অপেক্ষাতে।
গ্রীষ্মের প্রখর উত্তাপে প্রাণ যে আমার যাই - যাই চলে,
নিরুপায় হয়ে দাড়িয়ে আছি ঐ' আকাশের দিকে চেয়ে -
তুমি আসবে বলে।
শুকনো মনে দিয়েছি ডানা মেলে চারিপাশে,
তুমি কখন এসে আমার অঙ্গ খানি ধুয়ে দেবে - তোমার শীতল স্পর্শে?
আমি যে পারছিনা আর সইতে আছি তব অপেক্ষাতে।
তাই ডাকছি তোমায় বাহু তুলে বারে - বারে,
নতুন করে সাজব আমি তোমার পরশ পেয়ে।
পুষ্প, সুগন্ধ, অমৃত ছড়াতে চায় এই পৃথিবীর তরে,
সকলে আমায় মাতা ভেবে আসবে আমার কলে।
তার পর আমি সকলকে সাথে নিয়ে অমৃত ফলের দেবো জন্ম,
জীবের ক্ষুধা নিবারণ করে হবো যে ধন্য।
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা