বাংলা আমার জন্মভূমি - বাংলা যে আমার দেশ,
তাই তো আমি এতো ভালোবাসি যার নেই কনো শেষ।
উষার আকাশে পাখিরা এসে ডানা মেলে ওড়ে ওই দিগন্ত ছুয়ে,
কিচির মিচির আওয়াজ তুলে আমার ঘুম থেকে জাগিয়ে তলে।
সূর্যের আলোয় পুষ্পো ফুটে সুগন্ধ ছোড়াই চারিদিকে,
মৌমাছিরা দল বেধে আসে - শান্ত হয় ফুলের মধু খেয়ে,
গুন গুনিয়ে আওয়াজ তুলে বাংলার গান করে!
তাই তো আমার বাংলাকে এতো ভালো লাগে।
বাংলার বুকে হাজারো নদী - কতো না আছে জেলে,
সকাল হলেই মাছ ধরে এই বাংলার গান গেয়ে।
বাংলা আমার জীবনের শ্রেষ্ঠ, বাংলা যে আমার প্রাণ,
তাই যেখানেই যাই মাথা উচু করে গাই এই বাংলার জয়গান।
বাংলার জন্য আমি পারি সব করতে,
বিসর্জনে দিতে পারি আমার যান,,
তবে পারিনা বাংলাকে ছাড়তে।
দানোবেরা যখন এসেছিল বাংলাকে কেড়েনিতে,
জীবন দিয়ে যুদ্ধ করে ছিলাম ওদের সাথে,
বুকের রক্ত ঝরিয়ে গঙ্গা বানিয়ে ছিলাম বাংলার বুকে।
তবু তাকাইনি পিছনে -ছুটেছিলাম একাধারে সামনে,
যেখানে পেয়েছিলাম দানোবের -বুকের রক্ত ঝরিয়ে পান করেছিলাম ওদের।
কিন্তু আজও আমি ওদের সম্মুখে করিনি নতো মাথা,
যেখানে দেখি ওই দানোবের, সেখানে আমি অগ্নির বোমা হয়ে উঠি বিদ্রোহ প্রতিবাদের।
যতোকাল থাকবে বাংলার বুকে ওরা,
ততোকাল থাকবো আমি বাংলাকে ঘিরে -আমার জীবন তার চরণে তুলে দেওয়া।
বাংলার আলোতে, বাতাসে, জয়গানে থাকবো চিরকাল বেচে,
তবুও করবোনা ওদের ক্ষমা,
বারে বারে মৃতুর গহ্বরে ঠেলে দিয়ে নিত্য নতুন ইতিহাস গড়বো, করে যাবো সৃষ্টির নতুন সূচনা।
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা