তুমি আজ তটিনীর তীরে বসে আছো এই নিরালয় মাঝে,
হাসছো কেন আপন মনে তোমার ঐ" মিষ্টি মুখে ?
নদীর ঢেউয়ের কল - কলুনি মুগ্ধ করেছে তোমার ঐ'হৃদয় খানি ,
গপনে পবন এসে ছুয়ে গেছে তোমার হৃদয় মাঝে?
সারা অঙ্গ খানি কাঁপছে যে আজ থরে -থরে।
কার জন্য তুমি তোমার ঐ'রঙ্গিন ঠোঁটে দিয়েছ আজ বনরং লাগিয়ে?
চরণ তটে রক্ত বেড়িয়ে নৃত্য করছো কোন কাননের তরুলতা হয়ে ?
তোমার ওই অঙ্গ ভূষণের সুগন্ধ পবনে মিশিয়ে পাঠিয়ে দিচ্ছো কোন মহারাজার কাছে ?
সে কাদের বাড়ির মহান মানব সকলের নয়নের মনি ?
আসবে কবে বর বেসে পাটের টোপর মাথাই দিয়ে,
হৃদয়ের সঙ্গী করে
বধূ বেসে বেনা রশি জড়িয়ে কবে যাবে তোমায় নিয়ে?
তাইতো তোমায় দেখে মোনটা আমার হলো আজ উদাসীন,
সব কাজ ফেলে দিয়ে এলাম তোমার নয়নের সম্মুখে -
আদর করে, জড়িয়ে ধরে, তোমার গল্পের সংঙ্গিহয়ে হৃদয়টা হয়ে গেলো মলিন ।।
;/
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা