মর্ত্যে আঁচল দিয়েছো মেলে সকলের হৃদয় হরণে,
কি আছে তোমার ঐ' হৃদয় মাঝে?
সকলে যে তোমায় নিয়েছে ভগবান রুপে  -
পবনের মাঝে তোমার ঐ'সুগন্ধ  মেখে শ্রী কৃষ্ণও পারলোনা   থাকতে,
      এসেছিল  ছুটে তোমার ঐ' পানে,
             সখীদের নিয়ে থাকত মেতে তোমারি আঁচল তলে!
বৃন্দা - বৃন্দা ডাকত বলে তোমারি জড়িয়ে।


সকলের হৃদয় নিকেতনে আছো  তুমি  - হয়েছো আজ ভগবান,
তোমায় দেখে তব চরণে নত হয় সকলের প্রাণ!
কত ভণ্ড - কত পাপী তোমার দর্শনে পায় মুক্তি,
“ব্রহ্ম মর্তে হলে পরে আসে ছুটে তোমারি চরণেতে -
হস্ত দারা বেড়ি দিয়ে সকল দুঃখ হৃদয় থেকে ঘুচিয়ে থাকে,
ওঁ নমঃ তুলসী দেবী,ওঁ নমঃ তুলসী দেবী বলে।


কত মহা যোগী রিষি সাধনা করে চলেছে তোমারি,
তোমার'ঐ অঙ্গ ভূষণের   ছয়া লেগে কত মানব পিড়া হতে পায় মুক্তি!
সমাজ সংসারের কল্যাণ হতে যায় যে নিয়ে  তোমায় বিড়ির চৌকাটে,
সব কিছু দিয়ে করে নিয়জিত তোমার সেবাই নিজেকে।।
     তাই তো আমি ও নিরালয় বসে চলেছি ভেবে,
কেমন করে নিল সকলে ঈশ্বর রুপে হৃদয়ের মাঝে তোমাকে লয়ে?
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা