প্রভাত হলো আঁখি মেলো
✍-উজ্জ্বল সরদার আর্য
প্রভাত হলো আঁখি মেলো
দ্বার খোলো হে আমার প্রিয়তমা,
এসেছি দিগন্ত ঘুরে তৃষিত অন্তরে
দেখতে তোমারে-তুমি অনুপমা।
দেখো আঁখির আঁধার কেটে গেছে
আকাশে উঠেছে রবি,
ফুল-ফুটেছে পাখি গান গেয়েছে
প্রেমের কবিতা লিখেছে কবি।
তবু কেন ঘুমিয়ে আছো এখনো
ক্লান্ত-শ্রান্ত মনে নির্জনে?
বিরহবিধুর বড়ো মধুর
তাই এসেছি গো তোমার দর্শনে।
ওগো জাগো-জাগো হে আমার প্রিয়া
ব্যাকুল-বেদনায় জ্বলছে প্রাণ,
আঁখিতে অশ্রুজল করে টলমল
চরণে ঢেলে করি তোমার গান।
কানন কুসমে কুঞ্জ সাজিয়ে
রেখেছি তোমার প্রতীক্ষায়,
ভৈরবী রাগে সকলে জাগে
জাগলে না তুমি নিয়েছ বিদায়।
শরৎ-শিশির বিন্দু শরদিন্দু রাতে
ঝরে কত নির্জনে সবুজ ঘাসে,
পদচিহ্ন রেখে যেও ওগো
নিরবে-নিরবে একবার কাছে এসে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৩০ আগষ্ট ২০২০ সাল,
বাংলা- ১৪ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।