উদার সন্ধ্যায় প্রাণে পেয়েছি তোমায় তুমি আমারে অমর করলে
✍-উজ্জ্বল সরদার আর্য


           উদার সন্ধ্যায় প্রাণে পেয়েছি তোমায়
                তুমি আমারে অমর করলে,
            প্রদীপ জ্বেলে তাই   স্বাগত জানাই
                   আনন্দে অশ্রু ঝরালে।

           এখন ধন্য-ধন্য মনে পথ চলি দুজনে
                 নিধুবনে বাজে প্রেমের বাঁশি,
                 ভুলেছি বিরহ  নিভেছে দাহ
                    কাছে এসো হে প্রেয়সী।

               কত অপেক্ষা,  কত প্রতীক্ষা,
                    কত জেগেছি যামিনী!
               আঁখির ধারায়    চরণ রাঙাই
                 ওগো ভুলিনি ,আমি ভুলিনি ।

             আজ আছি পাশে    হৃদয়ে বসে
                  ভালোবেসে এসেছি গো!
          ওই পুরাতন স্মৃতি   থামাও বিরহ গীতি
             আজ সিঁথিতে সিঁদুর দিয়ে দাও গো!

            এই কুঞ্জ বনে মুখরিত নূপুর গুঞ্জনে
              সেতারের সুর বেধেছি ওই মনে-
                      ওগো ওই মনে!
           দুজনের নৃত্যের তালে পথ যাই ভুলে
               রঙিন দিগন্তে  হারাই ভ্রমণে।





✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-১১ অক্টোবর ২০১৯ সাল
বাংলা- ২৬ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ.. (শুক্রবার ) 
দাকোপ খুলনা, বাংলাদেশ।