প্রেমিক
✍️-উজ্জ্বল সরদার আর্য
আমি ভুলিনি, ভুলে যাইনি তোমাকে।
এখনো ঠিক আগের মত নিয়ম করে খুব যত্নে
তোমার কাছাকাছি হতে চাই।
এখনো খুঁজি সময়ের নিয়মে দুজনের মধ্যে
সেই অলৌকিক সংযোগ।
এখনো ভাবনার অতলে ডুবে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে
অপলকে চোখে চোখে হারিয়ে প্রেমের স্বপ্নে
বেঁচে থাকা খুঁজি।
এখনো রোজ প্রভাত হলে এক চিলতে রোদ এসে
পড়ে খোলা জানালা দিয়ে ঘুমন্ত চোখে।
হুড়মুড় করে জেগে উঠি উন্মত্ত মনে ফোন নিয়ে
ঘাঁটাঘাঁটি,
শুধু একটিবার তোমাকে দেখার আকুলতায়।
এখনো অজস্র বার ফেসবুক প্রোফাইলে উঁকি দেই,
মেসেঞ্জারে পুরাতন কথোপকথনে ডুবে থাকি,
তবু নিয়ম করে সু-প্রভাতের প্রত্যুত্তর আর কেউ দেয় না।
এখনো নিশ্চুপ নির্ঘুম রাতে অপেক্ষা করি তোমার।
প্রহরীর মত পায়-চারি করি, চিৎকার করে পৃথিবীর
ঘুম ভাঙাতে ইচ্ছে করে।
আকাশ বাতাস ধরিত্রী কাঁপিয়ে বলতে ইচ্ছে করে
তুমি আমার, তুমি আমার।
মনের মাঝে বাসা বেঁধেছে এক অসহ্য যন্ত্রনা।
ক্ষুধা নেই, খাদ্যে স্বাদ নেই,শুধু আহত পাখির মত
ছটফটানি।
ঘুম নেই, স্বপ্ন নেই,শুধু তোমার কল্পনা।
বুকের গভীর থেকে পেঁচিয়ে উঠে আসে
ক্ষণে ক্ষণে ব্যথার শিহরণ।
মুখে হাত রেখে অপলকে চেয়ে থাকি দূর-দিগন্তে,
চোখ থেকে গড়িয়ে পড়ে আকুল অশ্রু।
তুমি বুঝবে না, ওগো তুমি বুঝবে না--
না পাওয়া বুকের তীব্র যন্ত্রণার অনুভব।
আজ আমি বড়োই অসহায়,
এখনো ছেড়া হলুদ পাঞ্জাবী পরে
শুকনো ফুল হাতে দাঁড়িয়ে থাকি
খোলা রাস্তায়।
ওগো তুমি আসবে, আরো একটিবার
নব বৈশাখে নতুন শাড়ি পরে?
চলো হেটে যাই আরো একবার হাত ধরে
গোধূলির রঙিন প্রান্ত পেরিয়ে।
পলাশের মালা গোলায় পরে তুমি হও আবার
আমার বাসন্তিকা।
এখনো বেদনার কাব্য ছুঁয়ে-ছুঁয়ে আমি খুঁজি
প্রেমের কবিতা ।
ঠোঁট ছোঁয়া সম্পর্কের গভীরে ডুবে
চুম্বনে-চুম্বনে করি তোমার বেসামাল চিত্ত।
এখনো এ-পৃথিবী চিৎকার করে, বিশ্বস্ত মানুষের
থেকে ভালোবাসা চায় রোজ।
একা অন্ধকারে বন্দি হৃদয় ভালোবাসা জড়িয়ে
আদরে আদরে খোঁজে মুক্তির সৌভাগ্য।
এখনো হা-হাকার করছে শত সহস্র মানবীর হৃদয়,
একটু বাঁচার আশায়।
তবু এ-সময়ের বুকে আজ বিশ্বস্ততা নেই,
ভালোবাসা নেই,
ফিরিয়ে দিওনা ওগো ফিরিয়ে দিওনা।
তুমি কি জানো, পৈতৃক অস্তিত্ব টুকু বিক্রি করে
তোমার জন্য এক জোড়া কানের দুল গড়িয়েছি।
এখনো তোমার নূপুর বেজে ওঠে নির্জন পথে
ক্লান্ত হৃদয়ে করে রক্তের সঞ্চলন।
ওগো আবার একটি প্রলয় আসুক,
বৃষ্টি নামুক মরা শুকনো নদীতে।
ভূমি ধোয়া ঘোলা জলে প্লাবিত হোক
সাগরিকা মিশেছে সাগর সৈকতে।
আজ একা, বড়োই একা---
রাস্তা ঘুরে ঘুরে কাট কাগজের স্তূপ গড়ি,
নিজ চিতায় আগুন জ্বালাই।
এই আমি পাগল নই, প্রেমিক!
তুমি চিনতে পারবে না।
আগুনে ঘি ঢেলো না, ভালোবাসা দাও -
আমি চলে যাচ্ছি -------
রচনাকাল, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।