প্রেমের পূজারী হও তুমি এই বিশ্ব মন্দিরে
✍-উজ্জ্বল সরদার আর্য
স্রষ্টা-তুমি যদি সত্য হও সুন্দর হক তোমার সৃষ্টি,
দেখে রঙিন ভুবন জুড়বে প্রাণ অন্তরে অনাবৃষ্টি।
প্রকৃতি-পশুপাখি সকলকে দেখি, দেখি মনুষ্য!
দুর্বলের প্রতি দেখায় না প্রীতি,শুধু সৌন্দর্যে-সুদৃশ্য।
হিংসায়-হিংস্র নিচ্ছে প্রাণ সহস্র,তমিস্র আজ পৃথিবী!
লোভ-লালসায় রক্ত চায়, হতে চায় ওরা চিরঞ্জীবী।
তা কি সম্ভব? শোন মৃত্যুর কলরব নিজস্ব অন্তরে,
অস্ত বেলায় নিতে হবে বিদায় আপন করো সত্যরে।
বন্ধ হোক হাতাহাতি বিলিয়ে দাও প্রেম-প্রীতি,
পৃথিবী মঙ্গলে উঠুক দীপ জ্বলে গাও শান্তির গীতি।
রক্ত চুষে নয়-নয় হত্যা লয়,বাঁচতে হবে সৃষ্টি-সুন্দরে!
প্রেমের পূজারী হও তুমি এই বিশ্ব মন্দিরে।
অসুর ভাবনায় যে আছে মগ্নময় ছুটছে হত্যা অভিলাষে,
প্রাণ তৃষ্ণায় বজ্র গর্জায় অভ্র জমেছে সুনীল আকাশে।
সম্পদ ছিনিয়ে হৃদয় ভরিয়ে, কে হয়েছে অমর?
প্রাণ দিয়ে সৃষ্টির জয়ে,গড়ে যাও বিশ্ব সংসার।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৩ আগস্ট ২০২০ সাল,
বাংলা- ১৮ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।