প্রেমের অবসান
      ✍-উজ্জ্বল সরদার আর্য

জীবনের রবি প্রায় অস্তমিত
আকুল আঁখি হয়েছে শান্ত
হৃদয় নিস্তব্ধ তোমায় ঘিরে,
কালো মেঘে ঢেকেছে আকাশ
ভুলেছি সব মনের উল্লাস
আর যাবো না তোমার দ্বারে!
তোমায় করবো না বিরক্ত।
জীবনের রবি প্রায় অস্তমিত ---

জীবনভর করেছি অপেক্ষা
চেয়েছি যত প্রেম ভিক্ষা
হয়েছি বারংবার অবহেলিত,
আজ লুণ্ঠিত রিক্ত পথে
কেউ নেই সাথে
বিরহ ব্যথায় হয়েছি ক্ষত!
ফেলে চলে গেলো সাহসীকা
নীহারিকা তুমি ছুঁয়ে আছো দিগন্ত।

এখন অশ্রুজলে ডুবেছে ভুবন
গেয়েছি কত বিরহ গান
সঙ্গদান চেয়ে যত করেছি ভুল,
আজ ফুলের বনে বকুল ঝরে
হয়না মালা গাঁথা তোমায় ঘিরে
তুমি চিরদিন শুধু নির্ভুল!
দহন জ্বলিয়ে রেখেছ অন্তরে
জীবনভর থেকেছ দূরে-দূরে
হয়েছি তোমার খেলার পুতুল।

আজ আমার আহত আকুলতা
হয়েছে তোমার নিকট ব্যর্থতা
বিষণ্ণতা ঘিরে থাকে মনে,
ওগো বিদায় চেয়েছি তাই
আমি বড়ো অসহায়
কতদিন থাকবো আর তোমার স্মরণে?
প্রেমহীন প্রাণে শুধু মলিনতা
ঘিরে থাকে একাকীত্বতা
খুঁজি তোমায় আকুল নয়নে।

ভুলতে চাই যত সকল স্মৃতি
অবরুদ্ধ নিঃশ্বাস, তবু জাগে প্রীতি-
মায়া মিশ্রিত মন ফিরে ফিরে আসে
জানি আসবেনা শুধু সেই অতীত বসন্ত
ফুটবে না ফুল  হবে না সৌরভ প্লাবিত
শুধু আঁধারের বুকে তার চরণ ধ্বনি ভাসে!
উচ্ছ্বাসে নয়ন খুলি দিতে অঞ্জলি
তোমার পথ চেয়ে থাকি বসে।

ওগো আজ আমি চাই প্রেমের অবসান
তুমি চাওনি, তবু চরণে সঁপেছি প্রাণ-
ভালোবেসেছি অবুঝের মত
তাই চেয়েও পাইনি পেয়েও বাঁধিনি
বিশ্বাস হলো দলিত আমি বিরহে মৌনব্রত!
চিরকাল তুমি অক্ষত আকুল অন্তরে
অন্তিমেও করি তোমার গান শত-শত।


✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৯ মে ২০২১ খ্রিস্টাব্দ,
২৫ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।