প্রেম ভিক্ষা
   ✍-উজ্জ্বল সরদার আর্য


সখী,
            ওই বসন্তের বাঁশি আজ বাজে
           আরো একবার দেখবো তোমার
                কাছে এসো বধূ সাজে---
                      বাঁশি বাজে--।
              ঝরা ফুলের সাজানো পথে
                কত হেঁটেছি এক সাথে,
                  আজ কোথায় তুমি?
           স্মৃতি ঘেরা ফাগুন জ্বালায় আগুন
               হোলি খেলা ভুলেছি আমি।

               প্রহর শেষে বাতাসে ভেসে
                    কত সুগন্ধ আসে,
           নীহারিকা পুঞ্জ-নীল আকাশে মিশে!
                রিক্ত আবাসে অন্তর ক্ষত
                   আছি অপেক্ষায় রত
                শৈল-সিন্ধু, বসুধা-বনানী,
                খুঁজি তোমায় ভালোবেসে।
                আজ আমার আকুল আঁখি
                        আঁধারে অন্ধ,
              প্রাতঃ কালে প্রতিনিয়ত ডাকি
         তবু বাতাসে মেলেনা সে ফুলের গন্ধ।

                তবে কি করে বাজবে বীণা
                 প্রেমের গানে সুর আসেনা-
                     বিরহ জমছে অন্তরে,
    অশ্রু-রক্তের জলাশয়ে,প্রেমের পদ্ম যায় শুকিয়ে-
              বিফল হলো জনম আমার ওরে।
         আজ থেমেছে মালশ্রী, থেমেছে ভৈরবী,
               ফুরিয়েছে পথ বিদায়-বেদনায়!
                     কত লাঞ্ছনা-বঞ্চনা
                কত ঘৃণা করি নীরবে পান,
             দেখা দাও হে সখী আমার প্রাণ-
                    এই গোধূলি বেলায়।

       ওই সমীরণে যত ফুল ঝরেছিল কাননে
         আমি কুড়িয়ে নিয়েছি দিয়েছি চরণে,
                আজ ক্রন্দনে অশ্রু আসে
          পথের ধূলায় লুণ্ঠিত হই ভালোবেসে-
               নির্জন নিবাসে করি প্রতীক্ষা!
                  রক্ত করবীর রক্ত দানে
           লেখা থাক এই কবিতা এই ভুবনে
        স্মরণে এসেছি দ্বারে চেয়েছি প্রেম ভিক্ষা।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৯ জানুয়ারি ২০২০ সাল,
বাংলা ১৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (বুধবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।