প্রেম ও আশা
✍-উজ্জ্বল সরদার আর্য

আশা নিয়ে যারা প্রেম করে, তারা কি সত্যি প্রেম নিবেদন
করতে পারে?
কারণ বশত যদি কখনো আশা ভেঙে যায়, তাহলে কি হয়
না প্রেম অবহেলিত?
তাই প্রেমে আশা নয়, অন্তরের সমর্পণ-রাখা উচিত।

আত্মত্যাগ-সম্মান-শ্রদ্ধা এবং ভক্তি দ্বারা প্রকাশ পায় সুন্দর
পূজিত মনোভাব।
কিন্তু আশা-আকাঙ্ক্ষা-মোহ প্রেমের রূপ পরিবর্তন করে দেয়,
হৃদয়ের কোমলতা সরিয়ে করে তোলে হিংস্র।

শুধু তাই নয়, রক্ত-মাংসের লালসা বৃদ্ধি করে,
প্রেমের উপাধি দিয়ে ব্যবহার করে মানুষ-মানুষকে।
পশুর মত করে আচরণ, অপরকে করে নির্যাতন,
অবশেষে উচ্ছিষ্টের মত করে পরিত্যাগ।

আর এমন নিষ্ঠুর অন্তরে না কোন স্মৃতি,
আর কোন বিরহ-ব্যথা,
আর না কোন করুণার জন্ম হতে পারে।
সে-তো পুনরায় আবার সেই কার্য'ই করে,
যে কার্য তাকে সুখ প্রদান করেছে।
রক্ত-মাংসের আস্বাদন যে একবার পায়,
সে পশুর থেকেও ভয়ানক হয়ে ওঠে।

কিন্তু বাস্তবে কোনদিন সে প্রেমের রূপ দর্শন করতে
পারে না, কারণ দর্শনের প্রচেষ্টা-ও সে কখনো করে না।
প্রেম এমন কোন বস্তু না, যে তাকে চাইলেই
ভোগ করা যায়!
আর যা ভোগ করা যায়, তা কখনো প্রেম নয়।
প্রেম বাঁচে মনে-সমর্পণে-আচরণে এবং অন্তরের অঞ্জলিতে।

বাটি ভরা দুধের মাঝে এক ফোটে বিষ পড়লে
তাকে যেমন বিষ আখ্যা দেওয়া হয়,
তেমনি প্রেমের মাঝে একবিন্দু মোহ থাকলে তা কখনো
প্রেম হতে পারে না।
তাই প্রেম কেবল মুক্তি দেয়,বাঁচার শক্তি প্রদান করে,
সৃষ্টির পথপ্রদর্শক এবং করুণার সাগর হয়ে
থেকে যায় সুশিক্ষিত অন্তরে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৯ অক্টোবর ২০২০ সাল,
বাংলা- ২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।