অভিশপ্ত অন্তর
✍-উজ্জ্বল সরদার আর্য

আমার ওই জীবন তরী ভেসে গেছে 
      অভিশপ্ত অকূলের স্রোতে,
      কূলে দাঁড়িয়ে নেই কেউ
             উঠেছে ঢেউ-
          এই নব প্রভাতে।
সাধের ধরিত্রী কতো স্বপ্ন দেখিয়েছিল 
          দুর্বল দুরাশা হৃদয়ে,
   আজ সব ঝরে গেলো বিদায় নিয়ে-
    নেই যে আমার কর্মের গাত্র খানি,
আমার আছে শুধু তৃষিত অন্তর এটুকু জানি।


           মায়ার বাঁধনে বাঁধা চরণ 
     চলতে গেলে হয় হৃদয়ে রক্তক্ষরণ-
             দর্শনে দারিদ্র শুধু মেলে
           ভাবতে বসে তাই যায় বেলা,
           প্রভু এ-তোমার কেমন খেলা,
     কেমন করে আর সকলে ছুটে চলে?
              ওরা এতই যে নির্ভীক
     নিষ্ঠুর গানে আমায় দেয় গো ধিক
                   বিজয়ের দিনে,
      আমি অস্ত বেলা হয়ে শক্তি ক্ষয়ে
                    শ্মশানে জ্বলি
       কাঁটা দেখে কোমল তুলতে ভুলি -
                    নির্বীজ  প্রাণে
           কেন তবে আমার সৃষ্টি হলো,
          আঁধারে পৃথিবী ডেকে গেলো,
   আজীবন ঝরে গেলো অশ্রু দুই নয়নে।          


               জন্ম থেকে সকল আশা
               দুরাশয় ঘর বেধেছে গো,
     বুভুক্ষিত প্রাণ  করে  বিদায়ের আহ্বান
         জনম আমার বিফল হলো গো।
           আজ আর না আমি জীবিত
                      না দেহান্ত,
             না পারি প্রদীপ জ্বালাতে !
            পড়ে আছি  সংসার মাঝে
                       জীর্ণ সাজে,
           অশ্বত্থামার মত চাই পালাতে।

✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১২ এপ্রিল ২০১৬ সাল,
বাংলা ২৯ চৈত্র ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।