অভিমান
✍ - উজ্জ্বল সরদার আর্য
ওগো অভিমানে নিরবে নির্জনে
মুখ ঘুরিয়ে থেকো না হে প্রিয়,
ভালোবেসে এসেছি তোমার দেশে
তুমি রিক্ত মনে নয়নে-নয়ন রেখে দিও।
যে ফুল ফুটেছে এই বনে
ঝরে যেতে চায় আজ ক্ষণে-ক্ষণে,
অনন্তকাল আছে প্রাণে-- সে ফুলের গন্ধ!
ওগো যদি চাও যাও ঝরে,ভুলবো না গো তোমারে,
জনম-জনম ধরে খুঁজবো ওই কবির ছন্দ।
কত পথ পেরিয়ে অবহেলায় দলিয়ে
আজ তুমি চেয়েছ বিদায়,
আমি নিরুপায়-
তবু বাধা দেব না তোমারে, তুমি ভুলে যেও---
ওগো অভিমানে নিরবে নির্জনে
মুখ ঘুরিয়ে থেকো না হে প্রিয়।
আজ আমি আর হতে চাই না ওই কবির-কবিতা
ছিঁড়ে গেছে গীতাঞ্জলীর ক্ষত কত পাতা,
ডুবেছে ওই সবিতা- এই গোধূলিতে
আর আসবো না মধ্য রাতে ঘুম ভাঙাতে,
প্রেমের কাব্য লিখতে তুমি অন্য কাউকে খুঁজে নিও---
ওগো অভিমানে নিরবে নির্জনে
মুখ ঘুরিয়ে থেকো না হে প্রিয়।
উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-৩ সেপ্টেম্বর ২০১৯ সাল
বাংলা- ১৯ সে ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ, (মঙ্গলবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।