অতীত বসন্ত
      ✍-উজ্জ্বল সরদার আর্য

             কে তুমি? তোমায় দেখেছি কবে কখন,
                 পড়ছে না জীর্ণ মনে স্মৃতি-স্মরণ-
                          এই বেলাশেষে!
                আজ কেন এসেছ, কেন কাঁদছো,
       কেন নিয়ে যেতে চাও অতীত প্রেমের দেশে?
       কবে কোন কথা জাগিয়ে দিও না বুকে ব্যথা,
                         সব গিয়েছি ভুলে!
           অন্তর আমার ক্লান্ত চেয়েছি আজ অন্ত,
            বিদায় দাও হে-বন্ধু, তুমি যাও চলে।

           আজ কিসের পিপাসায়, ডেকেছ আমায়?
                    দিয়ে দিয়েছি দান যা ছিলো!
            মরা গাছে জল দিলে কখনো জাগে বলো?
                ওগো দহন-দগ্ধে রুক্ষ হয়েছে ভূমি,
                   এতদিন কোথায় ছিলে তুমি?
           সব ফুল ঝরে গেছে পাখির গান থেমেছে,
              অনন্ত দিন পথ চেয়ে ছিলাম আমি।

            আর কি আসবে সেই অতীত প্রভাত,
                   ফুলে-ফুলে ভরবে কি ধরণী?
         আসবে না আর হারিয়ে যাওয়া অনুভূতি,
               বাজে না আমার প্রেমের রাগীনি।
             এখন ভুলেছি ছন্দঃ আসেনা সুগন্ধ,
                      রচিত হয় না কবিতা!
         যত আপন স্বজন ছিল তারাও চলে গেলো,
                 এবার ডুববে আমার প্রাণ সবিতা।

      ওগো-এমন ক্ষণে কেন এলে, কেন মায়ায় বাঁধলে?
                আমি তো ভুলেছি পুরাতন সব কথা
                  আর হয় না যৌবনের মালা গাঁথা-
              এবার অবসান চেয়েছি ব্যাকুলতা ভুলে।
              সেদিনের সেই বসন্তে ফুটেছিল যে ফুল
                         আমার অন্তর অরণ্যে,
                    তার জন্যে ছিলাম বসে এতদিন!
             ছুঁতে চেয়েছি যত পাপড়ি সে করে আড়ি,
                      অনন্ত যৌবনা রূপে রঙিন।

                        তবে কেন এলে ফিরে,
                 এমন ক্ষণে গ্রহণ করবো কি করে?
              একটু পরে আঁধার নামবে, অচল হবে-
                               এই জীবন!
                          ওরা অমর, মরে না;
                      সুগন্ধ ছড়াতে ভালোবাসে
                        তাই ফিরে-ফিরে আসে,
                           শুধু আমরা বুঝি না-
                     প্রেমের বাঁধনে বাঁধি সর্বক্ষণ।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৭ নভেম্বর ২০২০ সাল,
বাংলা ১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।