অস্ত বেলায় বিদায় নিয়ে কে যায়
       ✍-উজ্জ্বল সরদার আর্য

          অস্ত বেলায় বিদায় নিয়ে কে যায়,
              কে যায় মায়ার বাঁধন ছিঁড়ে?
         সুখ ও শান্তি সাগরে ভাসাও আমারে,
             আমিও যাবো এই জনম ছেঁড়ে।
               কত ঘাটে-ঘাটে তরি ভিড়িয়ে
                 এসেছি জনম-জনম জয়ে
            আজ ঘুমঘোরে তোমারে ডেকেছি,
             স্বজন ও মায়া ভুলে করজোড়ে।
             যদি আঁখি হতে জলধারা ঝরে
               মুছে ফেলো স্মৃতি মন থেকে,
           আসাযাওয়া সংসারে সুখ খোঁজো নারে
        সকলে একদিন চলে যায় বিদায়ের ডাকে।
               যে ফুল ফুটেছে প্রভাতে আজ,
                বেলাশেষে নেবে অন্ত সাজ,
             নত লুণ্ঠিত মন হারালো এই ক্ষণ  
                  মরণ সঙ্গী সুখের ভিড়ে।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৩ এপ্রিল ২০২০ সাল,
বাংলা - ২০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।