ওরে কিসের আওয়াজ উঠেছে আজ এই আনন্দলোকে
   ✍-উজ্জ্বল সরদার আর্য


ওরে কিসের আওয়াজ উঠেছে আজ এই আনন্দলোকে,
শিউলি ঝরা বনে প্রাণ দোলে ঘ্রাণে প্রভাত আলোকে।
              ওরে শরৎ এসেছে,শরৎ এসেছে
               প্রাণ জেগেছে আগমনী সংগীতে---
              যে সেতারের সুরে সুর মেলে নারে
          আজ এসেছি মেলাতে ডেকেছি তোমাকে।
ওরে কিসের আওয়াজ উঠেছে আজ এই আনন্দলোকে।।
          
               নর্তকী সজ্জায় দুজনে নেচে যাই
                        পথ হারাই কাশবনে---
         বাতাসে যে ঢেউ তোলে কি করে যাবো ভুলে
                          জাগে প্রেম-প্রাণে---
           ওই সু-দূরের সাদা মেঘ শুধু কাছে ডাকে।।
                   রাতের গভীরে শিশির ঝরে
                      জমেছে তোমার আঁচলে---
                    শারদ সন্ধ্যায় এসেছো হায়
                          মাধবী রাত ভুলে---
            আজ বোধনে পাবো পদচিহ্ন এই বুকে।
    ওরে কিসের আওয়াজ উঠেছে আজ এই আনন্দলোকে।।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং-৪ অক্টোবর ২০১৯ সাল
বাংলা- ১৯ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ.. (শুক্রবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।