অপূর্ণ অনুরাগ
✍-উজ্জ্বল সরদার আর্য
হে-ভালোবাসা, আমাকে ছেড়ে দূরে থাকা এ-কি তোমার প্রিয়
স্বাধীনতা?
না আমার প্রতি তোমার অবহেলা, অবজ্ঞা, এবং ঘৃণার ছবি
আঁকা?
কতবার তোমায় বলেছি প্রেম সর্বদা সঙ্গ চায়, সঙ্গ দান-ও
দিতে হয়।
যে প্রেমে সঙ্গ নেই, সেখানেই বসবাস করে শুধু রুক্ষতা।
দহন-দগ্ধ মরুভূমির বালুচরে, পদচিহ্ন ধরে হেটে চলায়
অন্তরে করে ক্লান্তি অনুভব।
এবং একাকীত্ব-নিঃসঙ্গ বেদনা ভরা ঘন মেঘাচ্ছন্ন অন্ধকার
আকাশে দেখা মেলেনা পূর্ণিমার দ্বীপ শিখা।
তাই তো পুরুষের পিপাসিত প্রাণ প্রেমিক হয়ে ওঠে ক্ষুধিত
যৌবনে,এবং প্রেম নিবেদনে করে প্রেমিকার খোঁজ।
প্রকৃতি-ও সে দরিদ্রকে সম্মান করে, গড়ে তোলে সম্পর্কের
বন্ধন। না-না রূপে, মনের সাথে মন মিশিয়ে, সৃষ্টি করে মায়া
মিশ্রিত প্রেম।
তবে এখানে আছে কি প্রণয়ের পূর্ণতা, আজ তুমি কোথায় হে
আমার ভালোবাসা? নিঃসঙ্গ মনে নির্জন নন্দন কাননে,
তুমি কি আর কোনদিন ফিরে আসবে না?
তোমার বিহনে বৈকুণ্ঠ বৈষ্ণবের স্বর্ণ মুকুটের শিখরে
ময়ূর পালক তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে,
হারিয়ে ফেলেছি আমি তোমাকে।
আজ আঁধারের অন্তরালে প্রতিনিয়ত বিরহ বাঁশির সুরের যে
প্রতিধ্বনি শুনি এই গহিন বনে, তা কি অশ্রু ঝরিয়ে অনন্তকাল
করবে কালের অপেক্ষা?
স্মৃতি সন্নিধান মন চায় সঙ্গ, পেতে চায় তোমার কমল হাতের
স্পর্শ। আজ সকল ফুলের সাথে সেও ঝরে গেছে,
হয়তো মুক্তি দানেই আজ আমার বেঁচে থাকা।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল -৭ ফেব্রুয়ারি ২০২০ সাল,
বাংলা- ২৩ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা,বাংলাদেশ।