অপ্রকাশিত প্রেম
✍-উজ্জ্বল সরদার আর্য
আমি বীর বিশ্ব দরবারে
কেন যে নত হই তবুও তোমায় দেখে
তোমার দুয়ারে,
আমি বীর বিশ্ব দরবারে!
বড়ো আশা নিয়ে ঘুরি তোমার সন্ধানে
রাখতে চোখে-চোখ,
সম্মুখে গেলে হৃদয় দোলে, ঝরে পড়ে ফুল চরণ তলে,
‘মনে হয় এ-যেন প্রেম নয়’ বিরহ শোক -
হেসে-হেসে গাত্র ঘেঁসে গন্ধ ভাসিয়ে
চলে যায় ওই দূরে,
আমি বীর বিশ্ব দরবারে!
মনো-মন্দিরের দেবী তুমি তোমায় ঘিরে আছি আমি
আমার দিন যায় তোমার সাধনায়
তোমার বাহুতে বালা গলাতে কাঞ্চন মালা
দেখেছিনু ওই গোধূলি বেলায়-
রাধিকার বেসে
খুলে দাও হৃদয়ের দ্বার দেখতে চাই প্রতিক্ষণে তোমার
আসুক এমন মুহূর্ত বারবার ভালোবেসে,
হৃদয় চেয়েছে তোমারে ব্যাকুল-ব্যথা বলতে পারে না তারে
শুধু করে পুষ্পচয়নে পূজা,
ওগো আর বুঝবে কবে গভীর প্রেম প্রকাশ কি হবে
সেতো রিক্ত মনে ক্ষণে-ক্ষণে দেয় সাজা
তাই চেয়ে থাকি রক্ত-রঞ্জিত পথে মেলে আঁখি
যদি কোনদিন তার চরণ চিহ্ন ভাসে,
শুনবো নূপুর গুঞ্জন নীরবে নির্মল বাতাসে।
আরো ফুটবে ফুল ওই বনে, প্রাণ জোড়াবে তোমার গানে,
লিখবো কবিতা কবির বেসে-
আজ প্রদীপ জ্বলিয়ে দ্বারে আরতি করি তোমারে
ঘুমঘোরে ছুঁয়ে যাও নীরবে এসে,
আমার দিন যায় আশায়-আশায় তোমায় ভালোবেসে।
আমি বীর বিশ্ব দরবারে
কত নিশি কাটিয়েছি জেগে কেঁদেছি আবেগে
চরণ রাঙিয়েছি তোমারে!
তুমি এসে ধরেছ হাত চলেছি দুজনে কত পথ
কল্পনা মাঝে রে।
শুনেছি এসেছে তোমার বসন্ত জানাই স্বাগত
ঘৃণা কর যত আমারে-
আনন্দে বাঁশী বাজুক প্রাণে, দুনিয়া দুলুক ফুলের ঘ্রাণে,
জনমে-জনমে আমি সুখী হৃদয়ে রেখে তোমারে
আমি বীর বিশ্ব দরবারে।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৬ মার্চ ২০১৭ সাল,
বাংলা ১২ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।