অন্তরের অনুভবে পেয়েছি প্রেমের উষ্ণতা
✍-উজ্জ্বল সরদার আর্য
ভালোবেসে যতবার
যৌবন দারিদ্র্য দুঃখে ছুঁয়েছি তোমার,
ততবার যেন নতুন-নতুন গন্ধ পেয়েছি নিঃশ্বাসে!
আজ শুধু মনে হয় প্রথম দেখছি তোমায়,
কোন এক প্রেমিক বেসে -
আমার প্রথম প্রেম প্রথম স্পর্শে।
তোমাকে সাথে নিয়ে শরীর ছুঁয়ে
ভাবতেই ভালো লাগে,
কখনো মিষ্টি আবেগে-
কখনো বা বাস্তব মধুর মিলনে প্রতিক্ষণে!
অপরূপ সৌন্দর্যে সাজানো শরীর,
হরিণী চঞ্চলা চারিণী তুমি তোমার বুকে
ঝরাই শিশির -
চেয়ে থাকি হৃদয়ে আঁকি মাধুরী ঢেলে দিও প্রাণে।
জানি তৃপ্ত হবেনা কোনদিন এই প্রাণ
যতই দাও দান
তবুও আসি কাছে রক্তে-রক্তে যেতে মিশে
হয়েছি বিলীন বহু বার দেহ প্রাণে একাকার
ভেসে যাই যৌবন রসে-
নিশি নির্জন গগনে শশীর আগমন বসন্ত বনে গোপনে,
আজ আরো কাছে যেতে চাই হয়ে দুর্জয়
আরো-আরো মধুর মিলনে এই যৌবন জাগরণে।
অপলক দৃষ্টিতে চেয়ে আছে সম্মুখে
ওই কাজলে আঁকা আঁখি,
বিন্দু-বিন্দু মধু জমে থাকা
লিপস্টিক মাখা ঠোঁট শুধু দেখি-
করেছি অনন্তদিন অন্বেষণ!
উদাসী সুগন্ধি চুল কানে দোলে দুল
চরণে নূপুরগুঞ্জন করে আকর্ষণ।
তাই জড়িয়ে আছি আজ মাধবী লতায়
চুমু-চুম্বনে ভিজিয়ে দেবো তোমায় -
রেখেছি তারে কম্পিত বুকে,
অধরে অধর লালায় মিশে গোলার ভাজে হারিয়ে দিশে
নাভি স্পর্শে কেঁপে ওঠো সুখে।
এখন সুখের ক্রন্দন ধ্বনি শুনি
বাজে বুকে রাগিণী-
নেশা-নেশা কণ্ঠে বলে আমাকে কাছে নাও,
ওগো আমার এ-দেহ দানে মনে মিশে যাও।
চোখে-মুখে অধরে-অন্তরে করো সাক্ষর
যৌবন রসে রক্তে মিশে সাজাও ঘামের আসর-
তবুও তোমায় চায় শুধু প্রাণ,
আমি অনুভবে তোমার দানে স্বর্গ সুধা করি পান।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৬ সেপ্টেম্বর ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।