অন্তরে তুমি
✍-উজ্জ্বল সরদার আর্য
উদার সন্ধ্যায় পেয়েছি তোমায়
তুমি আমারে অমর করলে,
প্রদীপ জ্বেলে তাই স্বাগত জানাই
আসন দিয়েছি হৃদয় কমলে।
রূপে মনোরমা, ওগো অনুপমা-
মহাশ্বেতা ভুবনমোহিনী তুমি,
অযুত বছর ধরে খুঁজি আমি-
এই বিশ্বচরাচরে,
নির্জন অরণ্য মাঝে কৃতদাস সেজে
তোমার নাম জপেছি বারে বারে।
ওই ললাটের টিপ দীপ হয়ে জ্বলে
নয়ন রাঙানো তার কাজলে-কাজলে,
অধরের রং যেন গোধূলির আলো
আমি তারে বেসেছি ভালো-
কবরী সাজানো ফুলে-ফুলে।
এখন ধন্য-ধন্য মনে
গেয়ে যাবো গান এই ভুবনে
বীণাবিনিন্দিত কত সুর শুনি,
ভুলেছি বিরহ নিভেছে দাহ
প্রাণে পেয়েছি তোমায় হে বীণাপাণি।
কত যে অপেক্ষা কত প্রতীক্ষা,
কত কেটেছে যাতনাময় যামিনী!
থেকেছি উপবাস অভিলাষ অন্তরে
সহস্র বনবাস নিতে আমি ভুলিনি।
অগভীর ধ্যানমগ্ন থেকে
ডেকেছি তোমাকে
অঞ্জলি শেষে বাজলো বীণা,
আজ আছো তুমি পাশে
হৃদয়ে বসে
আমি করি তোমার গীত রচনা।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৫ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টবাদ,
বাংলা ২ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।