অনসূয়া
✍-উজ্জ্বল সরদার আর্য
হে-অনসূয়া, তুমি হয়েছো আজ কার জায়া ?
আমার তৃষিত অন্তর আকুল হয়
হলো না তোমায় পাওয়া।
কত ডেকেছি তোমায় বারে-বারে
এই নির্জন নিধুবনে,
তুমি না বলে চলে গেলে আমারে ফেলে
এই যৌবনে।
আজ কোন অরণ্য মাঝে বনলতা সাজে,
সেজেছো ওগো তুমি?
তোমার বিহনে বিরহে ডুবি আমি-
স্মরণ করি অশ্রুজলে,
তুমি একবার এসে আমায় যাও গো ছুঁয়ে
আমি পড়েছি ঝরে শিশির হয়ে
পড়বো পদতলে।
অনসূয়া, আজ তুমি আমার ডাকে
কেন দাওনা সাড়া?
শুকিয়েছে সব ফুলের তাড়া-
আছি অপেক্ষায়,
মন বলে তুমি আসবে ফিরে
পথ চলবে হাতটি ধরে
গোধূলি বেলায়।
আজ তোমার অনুসরণে রক্তাক্ত চরণে
এসেছি দিগন্ত পেরিয়ে,
প্রাণ দিয়েছি বিলিয়ে -
চেয়েছি তোমারে!
তুমি আড়ালে লুকিয়ে যাতনা বিলিয়ে
বিদায় দিলে আমারে।
তবে কি করে হবে গো আর,
আমার বেঁচে থাকা?
হৃদয়ে আছে তোমায় আঁকা-
তবুও তোমায় পেলাম না!
ব্যর্থতা বুকে কি হবে আর বেঁচে থেকে
ওই প্রেমের প্রদীপ জ্বলে না।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২ ফেব্রুয়ারি ২০১৫ সাল।
দাকোপ খুলনা, বাংলাদেশ।