অঞ্জলি
    ✍-উজ্জ্বল সরদার আর্য

নিশুতি-নিশিতে কে দাঁড়িয়ে ওগো খড়্গধারী?
আমি মহাকালী চাই না অহেতুক বলি-মহামারী।
প্রকৃতির প্রতি তব এই প্রীতি অযৌক্তিক কি নয়?
আমার অংশ করছো ধ্বংস, হচ্ছে হৃদয় ক্ষয়।

যদি প্রশ্ন করি কে তুমি, কি হবে তোমার উত্তর?
প্রাণী হয়ে প্রাণ নিয়ে করোনা পূজা মোর।
দেহের পরিচয় বড়ো গো নয়,সব আমারি দান!
আমাকে মেরে আমাকে পূজা আমাকেই অপমান।

আমি তো চাইনি রক্ত-মাংস,কেন করো তুমি ধ্বংস?
অভিন্ন-শুধু রূপে ভিন্ন বলে কেউ ময়ূর কেউ হংস।
রক্তবীজ দমনে যদি যাই রণে করবো রক্ত পান,
আজ আমি জগত জননী, চাই না করো প্রাণ।

যদি তুমি হতে চাও মহান দিতে চাও বলি,
তবে দাও নিজ অসরিক আত্মার অঞ্জলি।
হয়ে উঠুক কামনা-কলহ মুক্ত মন্দির আজ,
নিও না প্রাণ ঝরিও না রক্ত করুক শান্তি বিরাজ।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৩১ জানুয়ারি ২০২০ সাল,
বাংলা ১৬ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।