অনৃতভাষিণী
✍-উজ্জ্বল সরদার আর্য
সেদিন সন্ধ্যায় শরীর ছুঁয়ে আমায়
কথা দিয়ে ছিলে,
ওগো তোমায় ছেড়ে যাবে না চলে-
সেই তুমি ফেলে গেলে
নিশুতি-নিশিতে
আঁখিতে এঁকেছি অশ্রুরেখা
অন্তরে তোমায় আঁকা
ওগো দাও দেখা এই রঙিন প্রভাতে।
কত মিছে মায়ায় পথ ভুলে যায়
ঝরায় আনন্দ ধারা
বুকে নিতে তারে ফুল যায় ঝরে
হয়েছি দিশা হারা-
আমি পাগলপারা প্রেমের খোঁজে,
আজ বাঁশী বাজে বিরহ সুরে
কোথায় পাবো বলো তারে
সেই রাধিকার সাজে।
সেজে এসেছিল ভালো বেসেছিল
মায়া দিলো দহন জ্বালাল রে,
রূপের আলোতে পান্থের পথ ভোলাতে
ওরা আসে আঁধারে-
আলোতে হারালো রে---- দিবস আরম্ভে!
আজ কোন বনে যাই কোথায় তারে পাই
পেয়েছি আঘাত নিয়েছে বিদায় দম্ভে।
হে-অনৃতভাষিণী, উর্বশী-উদাসিনী-
ভুলিনি তোমারে ভুলিনি,
হে আমার আশা বিনষ্ট মালশ্রী রাগিণী-
হয়েছি উদ্যত করতে সন্ধানী সন্ধ্যায়
তুমি কেন নিয়েছ বিদায়
লুকিয়েছ অন্তরালে,
মিথ্যা প্রেমের নাটকীয়তা করেছে হীনতা
আজ তোমায় খুঁজি অশ্রু জলে।
হে-অনন্ত অভিলাষী, বিলাসী বুকে
বেধেছ কাকে?
শত-শত ধিক্কার দেই তোমাকে-
বিশ্বাস বিনষ্ট কারী,
কিসের আশায় ভুলেছ আমায়
হচ্ছি ক্ষয় আমি পূজারী।
পুষ্পের কুঁড়ি ওরা হৃদয়ে সুগন্ধ ভরা
লোলিত রাগে ফোটে
কারো করে আপন দেখায় স্বপন
কারো বিরহ লেখা ললাটে-
যায় ওগো ঝরে,
তাই স্মৃতি রেখায় খুঁজি গো তোমায়
তমিস্রা ঘেরা অরণ্য অভ্যন্তরে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৮ জুন ২০১৯ সাল,
বাংলা - ১২ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার )
দাকোপ খুলনা, বাংলাদেশ