অনিশ্চিত জীবন
      ✍️-উজ্জ্বল সরদার আর্য

খড়কুটো মাটি দিয়ে কত দুর্গা বানাবে আর?
ও-মেয়ে তুই ঘোমটা খুলে রুদ্রাণী হ্ এবার।
তোর পদধ্বনিতে কেঁপে উঠুক ধরণীর বুক,
অসুরের পাঁজর ভাঙা রক্তে শুদ্ধতা আসুক।
শিউলি ফুটুক শিশির স্নাত ভোরের আলোয়,
দ্রোহে দুলুক তোর ওই হৃদয় বাঁচার খেলায়।

কতদিন আর ঘিরে থাকবে অন্ধকার দু-চোখে?
অসুর রাজ্যে তোর অনাদর দেখি চারিদিকে।
স্বল্পায়ু অনিশ্চিত জীবন মৃত্যু দাঁড়িয়ে দুয়ারে,
কত দেবে আর রক্ত মাংস মরবে অত্যাচারে?
অন্তরে তোর বিদ্রোহ জাগুক রূপে মহাকালী
রক্তচক্ষুতে হোক অগ্নিবর্ষণ গ্রহণ কর অঞ্জলি।

তুই দেবী তুই মানবী ওরা চিন্তে পারিনি তোকে,
মন্দিরে গড়েছে মূর্তি আদিখ্যেতা আলোকে।
মুখোশের আড়ালে হেসে ওঠে কত হিংস্র রূপ,
রক্তে ভিজেছে মাটি তবুও এ-সমাজ নিশ্চুপ।
খড়কুটো মাটি দিয়ে কত দুর্গা বানাবে আর?
ও-মেয়ে তুই ঘোমটা খুলে রুদ্রাণী হ্ এবার।

রচনাকাল ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।