অমানুষ
✍-উজ্জ্বল সরদার আর্য
মনুষ্য-মনুষ্যত্ব বিশ্লেষণে বুকে বিষক্রিয়া করে আমার।
আঁখির সম্মুখে আঁধার নেমে আসে, আরো আসে বাতাসে
ভেসে আমার আবেদনে মৃত্যু ধ্বনি।
শক্তিহীন হয়ে পড়ে আত্মা, থেমে যায় আমার চলন।
বিশ্বাস করো, আমি এই মানব জনম চাইনি।
কারণ জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, মানুষ হয়ে উঠতে
হয় প্রেমের-পূজায় সত্য এবং নির্মল কর্মে।
যদিও রোগগ্রস্ত আমার আত্মা মৃত্যুতে মুক্তি মনে করে,
তবুও লালসা আমার আকাশ ছোঁয়া।
মোহ কে মূল কেন্দ্রবিন্দু ভেবে বলতে থাকি আমি মানুষ,
আর এই সকল সম্পত্তির মালিক আমি।
অনন্ত চিত্র পটে চরিতার্থ দৃশ্যের যে সকল ছবি শিল্পী একে
যায় প্রতিদিন, তা দর্শন হেতু রক্তমাংস বিশিষ্ট সুন্দর সাজানো
শরীর কে মানুষ বলা চলে না।
কারণ সুন্দর দামী বৃক্ষে যদি সুন্দর অলংকারে রচিত এক
পুষ্পের সৃষ্টি হয়, তখনি তার সুগন্ধে মুগ্ধ হয়ে পড়ে সকলেই।
কিন্তু অদ্ভুত বিষয় হলো মনুষ্য বৈশিষ্ট্য অনুযায়ী আমরা মানুষ
হলেও সকলকে সমদৃষ্টিতে দেখতে পারি না।
শুধু কি জাত-পাত? কোন এক অসহায়-রোগা-জীর্ণ-জীবন
প্রাণ পিপাসায় অমৃত আস্বাদনে যদি দ্বারে আসে,
তবে তাকে অবহেলিত এবং দলিত প্রদত্ত দণ্ডে-দণ্ডিত করে
অমানুষ।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৮ জানুয়ারি ২০২০ সাল
বাংলা ৩ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (শনিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।