ওই দূরের ডাকে এবার আমাকে যেতে হবে
✍-উজ্জ্বল সরদার আর্য
ওই দূরের ডাকে এবার আমাকে যেতে হবে,
সকল সঙ্গ ভুলে অশ্রুজলে এ-দেহ ছাড়তে হবে।
ওই শান্তির ঘুমে ঘুমাতে চায় প্রাণ
কত মিনতি শেষে গাইলে মুক্তির গান
বেদনা আমার আত্মাকে ধরেছে ঘিরে
দিন যায় শ্রান্তি অনুভবে---
ওই দূরের ডাকে এবার আমাকে যেতে হবে।
দিবস শেষে রজনী আসে
ফোটা ফুল যায় ঝরে হেসে,
গন্ধ ছড়িয়ে অমৃত দিয়ে
কত জনম তার যাবে---
ওই দূরের ডাকে এবার আমাকে যেতে হবে।
দহন দগ্ধ চিত্ত চিতা সাজায়
জনম ধরে মুক্তির পূজায়,
আজ অমৃত সাধনে
কালের আলিঙ্গনে প্রাণ প্রদীপ নিভবে---
ওই দূরের ডাকে এবার আমাকে যেতে হবে।
উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৭ সেপ্টেম্বর ২০১৯
বাংলা-১২আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।