ওগো মরণ তোমায় ডেকেছি প্রার্থনায়
✍-উজ্জ্বল সরদার আর্য
ওগো মরণ তোমায় ডেকেছি প্রার্থনায়
প্রাণ তৃষ্ণায় জনম ধরে।
এবার দাও গো সঙ্গ শেষ হক রঙ্গ
যাবো ভেসে অমৃত সাগরে।
অনন্ত প্রেমের প্রেমিক হয়ে
কত আর যাবো ক্ষয়ে,
অস্ত বেলায় চেয়েছি বিদায়
পড়েছি ঝরে তোমার পায়ে।
তুমি তুষ্টি হও-হে,
হে-মুক্তি দাতা!
আঁধারে দলিত হয় আমার স্বত্বা,
সুগন্ধ হারিয়ে পথ চেয়ে
আছি সংসারে।
ওগো মরণ তোমায় ডেকেছি প্রার্থনায়
প্রাণ তৃষ্ণায় জনম ধরে।
অচল দেহে সচল নিঃশ্বাস
ভোলায় মায়া মনে মুক্তির উল্লাস,
অশ্রু আসে দুই নয়নে
পীড়িত -প্রাণে খুঁজি সুখ বিলাস।
প্রভাত বেলায় খেলেছি খেলা কত,
আজ অমৃত পানে প্রাণ বিচলিত,
নীরব নিতলে আমারে ডুবালে
হে প্রভু এসো এবারে।
ওগো মরণ তোমায় ডেকেছি প্রার্থনায়
প্রাণ তৃষ্ণায় জনম ধরে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৫সেপ্টেম্বর ২০১৯
বাংলা-১০আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ (বুধবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।