ওগো কেন আছো লুকিয়ে অন্তরালে
   ✍-উজ্জ্বল সরদার আর্য

     ওগো কেন আছো লুকিয়ে অন্তরালে?
           ধরা দিতে চেয়ে দিলেনা,
      ঝরাফুল পিষ্ট হয় তোমার পদতলে!
        স্মিত মুখে প্রেমের পদ্ম ফুটিয়ে
               সেই যে চলে গেলে,
      আমারে ভুলে, আজ খুঁজি অশ্রুজলে ---
      ওগো কেন আছো লুকিয়ে অন্তরালে?
      যুগ-যুগ ধরে শিল্পী হয়ে
                       তোমার মূর্তি গড়েছি,
      বিরহ-ব্যথা বুকে নিয়ে কত
                            কবিতা লিখেছি,
      তবু পারিনি তোমায় বুঝতে আঘাতে
           নিভেছে আমার প্রাণ প্রদীপ!
      ক্ষত বুকে বেদনার বাঁশি আজকে বাজে
          বিজলী জ্বলে অভ্রঘাতে
                  তোমার ললাটে জ্বলে টিপ।

      জানি,আজ এসেছে তোমার বসন্ত
      ফুলে-ফুলে ভরেছে ভুবন প্রাণ পুলকিত,
      প্রেমের সুরে সুর মিলিয়ে গেলে হারিয়ে!
          আবির হাতে আনন্দে মেতে
                 খেললে হোলি আজকে প্রাতে
                     আমায় দলিয়ে।
         তোমার বনে প্রেমের পিক গায় গান
               বাতাসে সুগন্ধ ভরায় প্রাণ,
        আনন্দে ঝরে পড়ছে ফুল গোধূলি পথে
             তুমি হেটে চলেছ নতুনের সাথে
           আমার অন্তরে এখন জ্বলছে শ্মশান।
        কত ঘর গড়েছ ভেঙেছ নতুনকে পেয়ে
                    পুরাতন ভুলেছ,
           জীবন যৌবন রূপ-লাবণ্যে দিয়ে
                  সকল হৃদয় ভরালে!
        ওগো কেন আছো লুকিয়ে অন্তরালে?

         আজও এই গহীন গহনে অন্ধকারে
                করি তোমার অপেক্ষা
         চেয়েছি প্রেম ভিক্ষা লুণ্ঠিত হই দ্বারে,
       ওগো তুমি এসো ফিরে আর থেকো না দূরে।
           যদি মনের তৃষ্ণায় মত্ত হও,তবে যাও-
             খুঁজে নাও তোমার মনে মত ভুবন,
         আমি এই দেহ প্রাণ করেছি তোমায় দান
       প্রেমের স্মৃতি আঁকড়ে ধরে বাঁচবো আজীবন।



রচনাকাল, ৩ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ,
বাংলা,১৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।