ওগো যখন তোমায় দেখি হৃদয় মাঝে দেয় দোলা
      ✍-উজ্জ্বল সরদার আর্য

ওগো যখন তোমায় দেখি হৃদয় মাঝে দেয় দোলা,
মনে হয় চলছে দ্বারে আমার প্রেমের বসন্তের বেলা।
খুশিতে আত্মহারা হয়ে মুখপানে চেয়ে
আমি পথ ভুলে যাই,
চলন থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
শুধু তোমার গান গাই,
তুমি হেসে হেসে পাশ ঘেঁষে যে মায়া রেখে যাও
তা যায় না গো ভোলা -
ওগো যখন তোমায় দেখি হৃদয় মাঝে দেয় দোলা।

তাই তো ছুটে আসি দিনভর দেখতে চাই
যাকে ভালোবাসি,
রাশিরাশি ফুলে সাজিয়ে রেখেছি গৃহ দ্বার-
এসো হে গৃহদেবতা সরিয়ে মনের মলিনতা
গ্রহণ করো আমার।

ব্যাকুল হৃদয় নির্জনে নীরবে কত কথা বলে,
মুখ ফুটে বলতে গেলে যাই সব ভুলে।
তবুও আশায় বেঁচে থাকা আছে অন্তরে ছবি আঁকা,
ফুল ফুটলে বনে ঝরে যায় সময়ের অন্তিমে
দিন হলে রজনী নামে আঁধারে সাজাই অশ্রু ডালা -
ওগো যখন তোমায় দেখি হৃদয় মাঝে দেয় দোলা।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ,
১৮ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।