ওগো দ্বার খোলো আঁখি মেলো এসেছি নির্মল সন্ধ্যায়
    ✍-উজ্জ্বল সরদার আর্য

ওগো দ্বার খোলো আঁখি মেলো এসেছি নির্মল সন্ধ্যায়।
প্রদীপ জ্বালিয়ে মন্দির রাঙিয়ে দেখতে চাই তোমায়।

তোমার ওই রূপের আলোয় জগত আলো,
যে পেয়েছে তোমায় তার ভাগ্য ভালো,
আমি পেয়েছি প্রাণে পেয়েছি গানে পেয়েছি প্রার্থনায়।

কত ফুল ফোটে বনে তোমার স্মরণে,
কুড়িয়ে নিয়ে সব দেবো তোমার চরণে,
আরো দেবো অশ্রুজল পরিয়ে নূপুর
বাজবে সকাল সন্ধ্যায়।

কত করি আরতি আঁধার রাতে, ধূপের গন্ধ বিলাই প্রতি
প্রাতে,
তোমাতে মেতে জুড়াই জীবন-- দর্শনে বেলা যায়।

তুমি আপন করে নাও গো আমারে,
এই জীবন দিয়েছি তোমারে,
কত যুগ-যুগ ধরে পড়ে আছি দ্বারে দিও না আর মিথ্যা অভয়।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৬  নবেম্বর ২০১৮ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।