ওগো চলো চলে যাই ওই অজানা দূরদেশে
✍-উজ্জ্বল সরদার আর্য
ওগো চলো-চলে যাই ওই অজানা দূরদেশে।
নূপুর পায়ে হাত বাড়িয়ে এসো কাছে ভালোবেসে।।
তুমি তো আমার বসন্ত আবির উড়িয়ে রাঙিয়েছি দিগন্ত,
তবুও ফুল ঝরে যায় দখিনা হাওয়ায়।
অন্তরে আশা জাগিয়ে সকল স্বপ্ন মাড়িয়ে
চলে গেছে সে জানিয়ে বিদায়।।
শুধু মনে পড়ে স্মৃতি লিখি কবিতা-গীতি,
না-না নাম ধরে ডাকি অশ্রু জলে।
সেতো আর ফিরে আসেনা না বলা গল্প বলে না,
গহিন-গহনে-গোপনে এসে ভরিয়ে দান দিলে।।
আজ মরুময় মনে ঘুরি বনে-বনে,
সন্ধানে আমার যায় বেলা।
তোমার ওই পথে বসে আছি মালা গেঁথে,
ওগো এত নয় মিথ্যা প্রেমের খেলা।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২২ অক্টোবর ২০১৮ সাল।
দাকোপ খুলনা, বাংলাদেশ।