ওগো আর কতদিন থাকবে অন্তরালে অভিমানে
     ✍-উজ্জ্বল সরদার আর্য

ওগো আর কতদিন থাকবে অন্তরালে অভিমানে?
     বুকে বিরহ ব্যথা তুলেছে গুঞ্জন-নির্জনে।
          আরতো পারি না দিও না যাতনা
           আঁখিতে অশ্রু ঝরে দিবস রাতে,
       রিক্ত মন মেতে আছে স্মৃতির সৈকতে।

               ছিল যত আশা-ভালোবাসা
                     স্বপ্ন ভঙ্গ দুরাশা-
             বসন্ত বনে চলেছিলাম দুজনে ,
    ছিল কনিষ্ঠা বন্ধন আর ছিল তাল চরণ-চরণে।
                  সে চরণের নূপুর ধ্বনি
               আজ হৃদয়ে তুলেছে রাগিণী,
              খুঁজছি তোমায় কবির বেসে!
     প্রদীপ নিভেছে আঁধার নেমেছে রিক্ত আবাসে।

ওগো কেন তবে সুরে-সুর মিলিয়ে গেয়েছিলে গান?
   আজ অন্তরে অতীত ভুলে কেড়ে নিলে প্রাণ।
    রেখেছিলে ওই নির্জন বনে আঁখিতে আঁখি
            অধর ছুঁয়ে চুমু চুম্বন আঁকি,
          কম্পিত শরীর মেখেছি আবির
              দিয়েছো আমাকে ফাঁকি।

         ওগো এই অন্তরে তুমি আছো ওরে
             আমার লোহিত রক্তে মিশে,
        ভুলিনি আমি স্মৃতি আজও জাগায় প্রীতি
                       বসন্ত এসে -
            যৌবন জাগরণে মিলন-মিলনে,
                 হয়েছি দুজন দুজনার!
   ঘাম বরিষণে অমৃত পানে,সে ক্ষণে হয়েছি অমর।
        কত ধন্য-ধন্য মনে গেয়েছি গান গহনে,
             ওগো তুমি কি ছিলে না সুখী?
       আকুলিত পিপাসিত বুকে রেখে আমাকে
              সেদিন কেন উন্মাদ হতে দেখি?

              ওগো তবে কেন চলে গেলে?
       জীর্ণ জীবন আমার পড়ে আছি পদ তলে।
                  তৃষিত আঁখি তন্দ্রিত
           যেতে চাই আজ অজানা দেশে,
                  সুরা পানে ক্ষীণ মনে
             তোমারে ডাকি দীর্ঘ নিঃশ্বাসে।
            তুমি তো অমর অন্তরে আমার
              যতই হও অনন্ত অভিমানী,
    অবজ্ঞার সীমা পেরিয়ে রক্তে চরণ রাঙিয়ে
        বলবো বিদায় জ্বালিও চিতায় অগ্নি।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল-২৩ ফেব্রুয়ারি ২০১৮ সাল,
বাংলা ১০ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।