ওগো আজ কেন এলে এই গোধূলি বেলায়
      ✍-উজ্জ্বল সরদার আর্য

ওগো আজ কেন এলে এই গোধূলি বেলায়?
  রজনী এলে যাবো চলে ভুলেছি তোমায়!
  বিদায়ের ডাক যদি আসে, যেতে হয় -
           সবকিছু ভুলতে হয় গো!
প্রদীপ নিভে যাওয়া রাতে যদি কেউ আসে
             তারে চেনা যায় না গো।
   তৃষিত আকুল আঁখি আজ ঢেকে রাখি
                  তুলসী পাতায়,
          দৃষ্টি হারা’ বুকে বেদনা ভরা’
    অতীতে খুঁজেছি কত সকাল-সন্ধ্যায়!
ওগো আজ কেন এলে এই গোধূলি বেলায়?

      অমাবস্যা রাতে প্রেমের পিপাসা বুকে
             জানি বিদায় নিতে হবে,
        এমন ক্ষণে দেখা দিলে ওগো নয়নে
   তবু জাগে না প্রাণ পড়ে থাকি নির্জনে-নিরবে।
      ফুল ঝরে যায় ঝরে ছিলে ওগো তুমি
         আপন অন্তরে স্মৃতিরা ভিড় করে,
              যত আঘাত সয়েছি আমি।
  আজ আর লণ্ঠন জ্বলে না আমার রিক্ত ঘরে,
     নিঃসঙ্গ জীবন কাটিয়েছি তোমায় ঘিরে,
        যৌবনে যত গিয়েছি দ্বারে -
                  দিয়েছো ফিরিয়ে আমায়!
ওগো আজ কেন এলে এই গোধূলি বেলায়?

জানি-অতীত বসন্ত আর আসবে না ফিরে
   সবাই চলে গেছে যাবো আমিও এবার,
     যে প্রেমের টানে ফুল ফুটেছিল বনে
      সে ফুল দিয়ে যাবো চরণে তোমার।
বিরহের বহ্নি শিখায় যেদিন পুড়ে হয়েছি ক্ষয়,
       সেদিন তুমি এলে না হে প্রিয়তমা!
            আজ আমারে করো ক্ষমা-
              এসেছ দিনের অন্তিমে,
     বলো কি দেবো তোমারে রেখেছি অন্তরে
গোপনে মনে বধূ সজ্জিত করেছি অমর প্রেমে।

       ওগো আজ কিসের টানে উতলা মনে,
                    তুমি ফিরে এলে?
               অভিমানী, ধরা দাওনি -
         সঙ্গিনী আমার ছিলে অন্তরালে।
    রূপবতী, আরতি করেছি তোমারে কত
        অন্তরের-অঞ্জলি দানে হয়েছি নত
             প্রেম পূজিত নির্মল মনে,
    যেদিন চেয়েছিলাম তোমারে তৃষিত অন্তরে
       সেদিন মুখ ঢেকে ছিলে কেন অবগুণ্ঠনে?
         জানি, তোমার প্রেমের অযোগ্য আমি
                তবু প্রেমিক হতে চেয়েছি,
        তাই বিরহ-যাতনা সয়েছি অপমান গঞ্জনা
                 ওগো অবমাননা ভুলেছি।

            আজ আর কি দেবো রঞ্জিত চরণে
                       শুকিয়েছে রঙ্গন,
      কতদিন হলো করা হয়না তোমার মূর্তি অঙ্কন।
            অশ্রু জলে ভেসে গেছে রং তুলি
               দিতে চেয়েছি পুতলির প্রাণ,
    আত্মবলিদানে তোমারে পেয়েছি অন্তিম ক্ষণে
                    করি বিদায়ের গান।
         সহসা সজাগে যদি কেউ ফিরে আসে
             আপন করতে হয় ভালোবেসে,
    আমিও করেছি আপন দিয়েছি প্রাণ-পদ্মাসন
          ওগো এবার যেতে হবে দূর দেশে-
                  চেয়েছি তাই বিদায়;
   ওগো আজ কেন এলে এই গোধূলি বেলায়?




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ৪ সেপ্টেম্বর ২০২০ সাল,
বাংলা- ১৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।