অধিকার আদায়
✍ -উজ্জ্বল সরদার আর্য
ভূধর ভেঙে, পৃথিবী কাঁপিয়ে,
উঠেছে জেগে নাকি আজ কারা?
ওদের সাথে বন্ধুত্ব করতে
দুর্গম পথ পেরিয়ে ছুটছি আমরা।
চাই না আর অকালে মরতে
অস্ত্রের আঘাতে-আঘাতে হই ক্ষত,
অকারণে অনেক যাতনা সয়েছি
হয়েছি অবাঞ্ছিত, নিপীড়িত, উৎপীড়িত।
ওরা আরো নিয়েছে খাদ্য-আশ্রয়
করেছে পথের পান্থ,
তোদের আজ দণ্ড-দেবো
হবে দুষমন-দেহান্ত।
তাই দিয়েছি পচা-বাসি খাবার ফেলে
সকলে মিলে এসো করি বিদ্রোহ,
ক্ষুধার্ত দেশে রঙ্গ বিলাসে ঘষছে শরীর
খাচ্ছে মদ্য সাজছে ভদ্র ব্যবহারে-বরাহ।
বিরক্ত আজ আমরা সকলে
দলে-দলে যাও মিশে,
ওরে ভেঙেছি খিল প্রতিবাদে পূর্ণ প্রাণ বিল
অধিকার আদায়ে রাজ্য-জয়ে দেব প্রাণ উল্লাসে।
রচনাকাল ইং-৯ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা ২৫ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (সোমবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।