অবতার
   ✍️-উজ্জ্বল সরদার আর্য

গোছানো পরিপাটিতে পুরুষের সৌন্দর্য-ঐশ্বর্য
খোলা মেলাতে প্রকৃতি হয়েছে আজ আকর্ষিত,
দেবী পূজারীর বেশ এখন সভ্য সমাজে অচল  
সম্পর্কে সমর্পণ নেই ধরা ছোঁয়ায় মন উন্মত্ত।

স্বাধীনতা ভালো উচ্ছৃঙ্খলতা নয় আধুনিকতা
ভদ্রতা সভ্যতা রোগগ্রস্ত নিষ্প্রাণ বিবেকবোধ,
পাঁচমিশালী সজ্জায় যত নক্ষত্র হচ্ছে উদয়
ঢেকেছে মুখ সাদা ধোঁয়ায় কে করবে বিরোধ?

উর্বশীর সুঠাম বক্ষে মুখ গুঁজে আছে দেবদূত
মদ্যমাতাল কামুক রাত্রি খু্ঁজতে ব্যস্ত উষ্ণতা,
অবৈধ ঔরসে উপত্যকায় এখন তীব্র স্রোত
বিষ ঢেলে সদ্যোজাত মাছেদের করছে হত্যা।

তবুও রাত্রির আকাশে হেসে ওঠে নির্লজ্জ চাঁদ
ঘন কুয়াশার দেয়াল টপ্‌কে উঁকি দেয় প্রভাকর,
ভোর হলেই গঙ্গায় ডুব দেওয়া পানকৌড়ির ঝাঁক
মুখোশ বদলে চলা কাল গর্ভে জন্মানো অবতার।

রচনাকাল ২২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ,
             ৭ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, সোমবার।
              দাকোপ খুলনা, বাংলাদেশ।