অবসান
✍- উজ্জ্বল সরদার আর্য
বেলাশেষে উল্লাসে কালের যাত্রাপথে
যাবো চলে আমি,
পিছু থেকে আর ডেকো না আমায়
এবার বিদায় দাও গো তুমি।
ডাক যদি আসে যেতে হয় হেসে
অশ্রুজলে বাধা দিও না,
মায়ার সংসারে আছি জনম ধরে
প্রাণ-পিপাসায় চরণ চলে না।
এমনও দিনের অপেক্ষায় ছিলেম বসে
অমৃত পানে প্রাণ তরি চলেছে ভেসে,
অবসানে নিদ্রা এলো নয়নে
যৌবনে ঝরা ফুল খুঁজে পেলো পুণ্যভূমি!
বেলাশেষে উল্লাসে কালের যাত্রাপথে
যাবো চলে আমি।
আজ না আছে দুঃখ,না আছে সুখ,
ভুলেছি সকল বেদনা!
জীবনের লক্ষে পৌঁছে গিয়েছি
মিছে মায়ায় তুমি কেঁদনা-
আসা যাওয়ার দোলায়-দুলছে সকলে,
কেউ বা আগে কেউ বা পরে যাবে চলে।
নিতলে তাই ডুবেছে যে তরি
আমি কূল হারা কাণ্ডারি,
ভুলে যাও ওগো আমারে ভুলে যাও!
প্রভাত সত্য, সন্ধ্যা সত্য,
জীবন ও মরণে সত্য কে সাথে লও!!
কালের আলিঙ্গনে রুক্ষ প্রাণে
বয়ে চলে শান্তি ধারা,
আঘাতে-আঘাতে ক্ষত হতে-হতে
এই পথ খুঁজি আমরা,
তাই দুর্লভ দিনের প্রতীক্ষায়
থাকতে হবে তোমায়!
সেই সুন্দর সন্ধ্যা এলে যেও চলে
মোহ-মায়ায় পেওনা ভয়।
আমি জনম ভুলে মরণ চেয়েছি,
প্রদীপ নিভিয়ে আঁধার খুঁজেছি,
পেয়েছি শান্তি, পেয়েছি প্রীতি,
শেষের দিনে;
মরণকে সঙ্গী করে জীবন দানে -
থামিয়ে দিলাম দুঃখের ঊর্মি!
বেলাশেষে উল্লাসে কালের যাত্রাপথে
যাবো চলে আমি।
✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২০ জুলাই ২০২০ সাল,
বাংলা- ৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।