নপুংসক
✍-উজ্জ্বল সরদার আর্য
হে বন্ধু,
তুমি আজ চলে গেলে স্বদেশের দুর্দিনে
বিদেশের কোলে,
ক্ষতবিক্ষত নিজের মাকে মৃত্যুশয্যায় ফেলে!
আদর্শহীন জ্ঞানহীন ভিতু পাষণ্ড পুত্র
হয়না কখনো কারো মিত্র
কর্ম-কর্তব্য ভুলেছে মৃত্যু ভয়ে লুকিয়েছে অন্তরালে!
হে বন্ধু,
তুমি আজ চলে গেলে স্বদেশের দুর্দিনে
বিদেশের কোলে।
তোমার তৃষিত চকিত মনে কত স্বপ্ন আঁকে নির্জনে
বলেছিলে হে জননী তোমায় ভালোবাসি,
তবে কেন আজকের সংশয়ে সীমানা পেরিয়ে
জীবন রক্ষায় হয়েছো বনবাসী?
এই স্বদেশের সকল গর্ব করেছ দ্বিখণ্ডিত
পীড়িত জননী আজ লজ্জিত
মুখ ঢেকেছে আঁধারে অবগুণ্ঠনে,
চারিদিকে কেবল শত্রু অগ্নিকাণ্ডে হচ্ছে মৃত্যু
গরীবের সম্পদ করছে লুণ্ঠন এই ক্ষণে।
এখন অনাহারে মরছে জনতা
লোভী-পাপিষ্ঠরা হয়েছে রাজ্যের বিধাতা
শাসন-শোষণ-ধর্ষণ চলছে দেশজুড়ে,
করুণা শূন্য অন্তরে রক্তপিপাসা থাকে ঘিরে
হিংস্র পশুর মত করছে ক্ষতবিক্ষত
অধিকার স্থাপন করেছে মনুষ্য ভিড়ে।
ওরা মুখোশধারী ছলনাময়ী সমাজে সামর্থ্যবান
অন্তরে লোভ লালসা কুটিলতায় মহান
এই রাজ্য এখন ওদের সম্পত্তি ভুলেছে মাতৃভক্তি
নিরীহ জনতার রক্ত করে পান।
দিনভর কেবল যুদ্ধ বিদ্বেষ নিজ নিঃশ্বাসের
অন্তিম ধ্বনি শুনি,
সকল কার্যে কূটনীতি রাজনীতি দলাদলিতে
হচ্ছে বিধ্বংস পরাজয়ে কাঁদছে জননী।
প্রজার সুখ দুঃখ বহন করে না কেউ আর
হয় না ন্যায় বিচার শুধু চলছে অত্যাচার চারিদিকে
শ্মশানের দহন জ্বলছে এই হৃদয়ে সর্বক্ষণ
হে-বন্ধু, ন্যায় স্থাপনে বলিদান দাও নিজেকে।
অত্যাচারী শোষণকারী ক্ষমতার অপব্যবহার
কারীকে দণ্ড দাও নির্ভীক পরিচয়ে
গর্বিত হবে দেশ,প্রতিষ্ঠা হবে প্রাপ্তি,
অসহায় জনতা পাবে মুক্তি -
নিষ্ঠাবান হয়ে কর্তব্য পালনে যাও এগিয়ে।
জানি ভিতু কাপুরুষ দুর্বল তুমি
পলায়ন করেছ তাই আত্মরক্ষায়,
নত মস্তকে ওদের দাসত্ব স্বীকার করে
বাঁচে থাকার মাঝে শান্তি কোথায়?
আজ যাদের ভয়ে দেশ ছেড়েছ
তারা তোমায় বলছে নপুংসক
অপমান মরণ যন্ত্রণা দেয় অন্তর হয় ক্ষয়
তবু তুমি কেন নির্বাক?
আজ প্রাণের মোহে যে চরণে ঠাঁই নিয়েছ
সে চরণ ও রক্তাক্ত,
দুর্বলের প্রতি আঘাত করছে দুরাচারী সামর্থ্য
এই অন্যায় ছড়িয়ে পড়েছে আর্যাবর্ত-
অসহায় কবি মায়ের মৃত্যুশয্যা সাজায় অশ্রুজলে!
হে বন্ধু,
তুমি আজ চলে গেলে স্বদেশের দুর্দিনে
বিদেশের কোলে।
রচনাকাল, ১৫ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ
বাংলা ১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।