নন্দিনী
   ✍-উজ্জ্বল সরদার আর্য

ওই  চোরাবালি চোখে তাকিয়ে থাকি সুখে
      প্রাণে পেয়েছি তোমাকে,
আজ  প্রেমের কবি কবিতায় এঁকেছে ছবি
        ভালোবাসে নন্দিনীকে।
তুমি  নন্দিনী-তিলোত্তমা আমার প্রিয়তমা
       হয়েছি প্রণয়ী পঞ্চানন,
তাই  সকল সাধনায় চাই তোমায়
       জাগরণে যৌবন।
আজ  শুধু ছুটে চলা কল্পনায় যায় বেলা
       তবুও অধরা নন্দিত নন্দিনী,
ওই  সেতারের সুর শুনতে সুমধুর
      বাজে না আর সে রাগিণী।

তবুও  আসি বারবার দেখতে তোমার
        অশ্রু জমিয়ে পূজার থালায়।
তুমি  যে বসে অন্তর আবাসে
       পূজিত রক্তজবায়।
আজ  আমার আঁখিতে নিশুতি নিশি
       বসন্তে বেজেছিল ব্রজে বাঁশী,
তাই  কুসুম কাননে মধুসমীরণে
       ফুল হয়ে আশায় ভাসি।
ওগো  এত দিনে ধরে যৌবন ভরে
        গেঁথেছি যে মালা,
ওই  পথে পড়ে সবকিছু ছেড়ে
      আছে পূজায় প্রদীপ জ্বালা।
তাই  দলিত চরণে পূজিত প্রাণে
       তুলেছি কবিতার ছন্দ,
ওগো  বেঁচে থাক সে স্মৃতি নন্দিনী ইতি
        জীর্ণ জীবন তবুও খোঁজে তোমার গন্ধ।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল-২ ফেব্রুয়ারি ২০১৮ সাল,
বাংলা ২ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।