নজরুলের প্রতি
    ✍-উজ্জ্বল সরদার আর্য


আজও আমার তৃষিত অন্তরে ভরে আছে
তোমার স্মৃতি,
প্রত্যেক নিভৃত ক্ষণে বাজে তার নিত্য গীতি। 
আকুল আঁখি আঁধারের অন্তরালে তোমার চরণ
রাঙিয়ে অশ্রু জলে, করে ডাকাডাকি -
ওগো কবি আমি তোমার অপেক্ষায় থাকি।
দিনরাত তোমার বিদ্রোহের ধ্বনি আমার
মনে বাজে, 
যা করেছো দান জেগেছে প্রাণ ফুটেছে আলো
আঁধার পৃথিবীর মাঝে।

তাই স্বাগত ভাবা বেগে ডুবি তোমার প্রেমে
তোমার বাণী বুকে বেঁধে থাকি না থেমে,
হতে চেয়েছি নির্ভীক সৈনিক!
দেখিয়েছ যে পথ, রক্তে-রঞ্জিত করেছি শপথ,
সঁপেছি প্রাণ-প্রাণের তৃষ্ণায় স্বাধীন চেতনায়
ছুটি দৈনিক।
তবু নত হয় না ওই অশুভ শক্তি
কত শুনি ওদের কীর্তি, কত করেছে দ্বন্দ্ব!
শান্তির ছন্দ ভেঙে রক্তপানে রক্তে রেঙে,
প্রাণ নিয়ে পবনে ছড়ায় পচা গন্ধ।

তবে আজ আমি থাকবো না থেমে
নেমেছি  মুক্তির সংগ্রামে, তোমার আদর্শে!
তোমার রক্তকরবী ফুটিয়ে জয় আনবো ছিনিয়ে,
বিদ্রোহের বিষ আছে আমার নিঃশ্বাসে।
হয়তো তোমার নিকট আমি তুচ্ছ এক অভাগা কবি,
তবুও অন্তরে জ্বলে আছে আমার অগ্নির ছবি,
ভেবেছিলাম সংশয় সয়ে আনবো শান্তি!
কিন্তু এখন উঠেছে সাইক্লোন হচ্ছে ভূ-ভূমিকম্পন,
রুদ্র তাণ্ডব উঠিয়ে রণে রক্তপিপাসু হয়ে হবো ক্ষান্তি।


রচনাকাল, ২৮ অক্টোবর ২০১৫ খ্রিস্টাব্দ,
              ১০ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ,শুক্রবার।
              দাকোপ খুলনা,বাংলাদেশ।