নদীর ধারায় অশ্রু ভাসাই তোমার ঠিকানায়
    ✍-উজ্জ্বল সরদার আর্য


নদীর ধারায় অশ্রু ভাসাই তোমার ঠিকানায়,
      তুমি ফিরে আসবে কি এই কিনারায়?
        জানি ব্যস্ত জীবনে পড়বে না মনে
               আমার কোন কথা,
         সকল স্মৃতি ভুলে চলে গেলে
               করলে জীবন বৃথা,
     তবু আমি তোমার খোঁজে ছুটে যাই
                আশায়-আশায়।।

        আর তো কাটে না নিশুতি রাত
দ্বারে আসেনা প্রভাত প্রদীপ শুধু নিভে যায়,
     আঁখি মেলে না পাখি গান গায় না
             তুমি নিয়েছ বিদায়!
   রিক্ত বুকে ব্যথা ওঠে বিরহ-বেদনায়।।

       ওগো ফিরে এসো-ফিরে এসো
              আমার তৃষিত প্রাণে,
        আবার আসুক বসন্ত এই বনে।
         দুজনে কুসুমে-কুঞ্জ সাজাবো
    মধুর মিলনে প্রেমের গান গেয়ে যাবো,
      দিয়েছো যত যাতনা করি তত কান্না
       তবু পথ চেয়ে থাকি প্রাণ তৃষ্ণায়।।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৩  ফেব্রুয়ারি ২০১৯ সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।