নিদাঘ পীড়িত দ্বিপ্রহরে আম্রকানন তরে জুড়ালো আমার প্রাণ
✍-উজ্জ্বল সরদার আর্য
নিদাঘ পীড়িত দ্বিপ্রহরে আম্রকানন তরে
জুড়ালো আমার প্রাণ,
জনম ধরে খুঁজি যারে সে ভুলেছে ওরে
আজও করি তার সন্ধান।
ক্লান্ত তৃষিত অন্তরে
অতন্দ্রিত ক্রন্দিত নয়নে অশ্রু ঝরে,
আজ এসেছি দ্বারে-দ্বারে ঘুরে
গেয়েছি কত তোমার গান।।
মৃদু মারুতে মিশ্রিত কত সুগন্ধ
আসছে ভেসে,
অনুভবে তারে পেয়েছি অন্তরে
নির্জনে নির্মল ভালোবেসে।
অনাদরে ঝরা ফুল আমি
দলিত করে গেলে তুমি,
বেদনা বুকে রেখেছি তোমাকে
গোধূলি পথে শুনি নূপুর গুঞ্জন।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৭ এপ্রিল ২০২০ সাল,
বাংলা,১৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।