--
বুকফাটা কান্নায় ক্লান্ত দুপুর
ঘুমন্ত কবিতায় ঝরায় লালা,
তৃষ্ণার্ত বুকে জ্বলছে দহন
ঘুরন্ত পৃথিবী আজ আত্মভোলা।
আগুনের ভয় পায় না ক্ষুধার্ত
উত্তপ্ত মরুবুকে ছুটছে শ্রমিক,
ঝলসানো দেহে লবণ ছিটিয়ে
কশাই্ এখন হয়েছে ভৌমিক।
রক্তঝরা ঘামে দুর্গন্ধ খোঁজে
ভোরা পেটে মদ্যমাতাল,
নর্তকীর বক্ষে মুখ ডুবিয়েছে
কামুকের বীর্যে ভাসছে শতদল।
এখানে রৌদ্রের বিক্ষিপ্ততা নেই
এসি রূমে মধুর আলোক বর্ষণ,
টাকায় ঢেকেছে উলঙ্গ শরীর
চেয়ে-চেয়ে দেখছে নির্দয় গগন।
আজ এক টুকরো মেঘ চাই
বৃষ্টি চাই আঁখির কোনে,
চাতক সমাজ ভুলেছে জাতিভেদ
এক ঘাটে জল খাচ্ছে পশুরা বনে।
হে তৃষ্ণা, দগ্ধ দুনিয়ায় মরুময় ভূখণ্ডে
লালিত হওয়া তোমার অস্তিত্ব
এবার বিলিন হবে বৃষ্টি ফোটায়।
আর কতদিন থাকবে তুমি মনের মাঝে
অবুঝ সেজে? রাত্রি জেগে ছুটছি পথে
খাদ্যের খোঁজে ক্ষুধার্তের যন্ত্রণায়!
প্রাণের পিপাসায় ---
হে তৃষ্ণা, ক্লান্ত দুপুরে ভাত ঘুমে ঢোলা
কবিতা খোঁজে যখন ছায়াতল,
কলমের কালি রৌদ্র তাপে শুকিয়েছে তখন -
পেটের জ্বালায় দেখাতে ব্যস্ত আমরা বাহুবল।
গায়ে ঘাম, মলিন হাতে দুর্গন্ধ,
উত্তপ্ত ব্যস্ত শহর,নিষ্প্রাণ বুকে শুধু তুমি-
তোমার আলিঙ্গনে ছুটে চলা ছেঁড়া পোশাকে
ক্ষত পায়ে আমি পেয়েছি পথিক পরিচয়!
প্রাণের পিপাসায়---
হে তৃষ্ণা, তোমাকে বুকে নিয়ে প্রাণ হারিয়ে
দাড়িয়ে থাকবে কত আর মৃত কঙ্কাল?
শুকনো ডালে বসে খাঁখাঁ রোদ্দুর মাথায় নিয়ে
ডাকছে কাক,
চাতক চেয়ে আছে আকাশে-
আজ দু'ফোটা জল চাই,
চাই সবুজ-শ্যামল পৃথিবী, চাই পুষ্প ভরা ভোর।
হে তৃষ্ণা, তুমি প্রেমিক মনে রাত জাগা স্বপ্ন হয়ে
ছুঁয়েছ আঁখির পাতা,
আকুলতা আমার পথ চেয়ে থাকে
ছেড়া পাণ্ডুলিপি হাতে।
যৌবন দরিদ্রে কত খুঁজি ভালোবাসা
ঠোঁটের চুম্বনে,
লালা লেপটে রাখি নরম পেটের ভাজে-
আলিঙ্গনে প্রেমের উষ্ণতায়!
তবু এখনো কবি লিখছে বসে রাত জেগে কবিতা
আকুলতায়,
প্রাণ পিপাসায়---
ঝলমলে দিন গোধূলি রঙিন
সুনীল আকাশ চেয়ে আছে,
দখিনা বাতাস বড্ড উদাস
কামিনী বনে পথ ভুলেছে।।
ও-চোখে সন্ধ্যা ডেকো না
এখনো হয়নি কথা বলা,
এখনো হয়নি পথের শেষ
কনিষ্ঠা ছু্ঁয়ে হোক পথ চলা।
এখনো পাহাড় জেগে আছে
উচ্চশিরে দাঁড়িয়ে অপেক্ষায়,
কত উষ্ণতা কত শীতলতা
আকুল জলে স্বপ্নরা ডুব দেয়।
এখনো পাপিয়া আসিনি ফিরে
গাইছে গান সুরে-সুরে অদূরে,
এখনো হয়নি কবিতার ঠোঁটে
উষ্ণতা খোঁজা আদরে।
এখনো হয়নি লেখা শেষ চিঠি
শুধু আঁকা চোখে-চোখ মেলানো,
লোনাজলে ভোরা নদীর যৌবনে
এই পদ্ম জানি ফুটবে না কখনো।
সখী,
আঁখি মেলে চেয়ে দেখো ঐ' অন্তরীক্ষে -
কেমন ছন্দেঃ- গন্ধে- গানে শানাই বাজছে,
তার মাঝে কথা হতে আসছে রূপসী এক কৃষ্ণ তরণী পবনের তরঙ্গে ঢেউয়ে ভেসে।
কি জেগেছে তার হৃদয় মাঝে ?
সে কি ধরণীর রূপে মুগ্ধ হয়ে পাগল হলো আজ গগনে ?
এই অচেনা সুভাষে, অমন হরষে -
সলিল হয়ে ছুটে আসছে ধরণীর বুকে,
কি চায়? মুখ ফুটে বলতে কি ভয় পায়?
ইঙ্গিতে বলে যায় ভালবাসি আমি তোমারে।
নয়ন জেলেছে তাই, ছুটে চলছে মরি - মরি হায়,
একটু অঙ্গের ছয়া যদি পায়,
তাই টুপ টাপ - ঝিরঝির ঝর্ণা ঝরে যায় !
তাহা দেখে সকলে করে হাই - হাই,,
এমন প্রেমের সুগন্ধে কোমল বাহু খানি কার না বিলিয়ে ধরতে মোন চায়............।
//
উজ্জ্বল সরদার
দাকোপ