নিশুতি নিশিতে নিধুবনে এসেছে প্রাণের প্রিয়া
   ✍-উজ্জ্বল সরদার আর্য


       নিশুতি নিশিতে নিধুবনে এসেছে প্রাণের প্রিয়া,
         বাঁশির সুরে রাত-দুপুরে জেগেছে তার হিয়া।
         দিয়েছে ধরা ও-যে অপ্সরা অনন্ত যৌবনা,
             তোমায় পেয়ে পৃথিবী ভুলেছে বেদনা -
                         তুমি তিলোত্তমা!
          রূপ-লাবণ্য অনন্য সে এসেছে ভালোবেসে,
                    হয়েছে আমার প্রিয়তমা!
          ধরেছি আঁচল কাজল চোখে লাজের ছোঁয়া---
       নিশুতি নিশিতে নিধুবনে এসেছে প্রাণের প্রিয়া।

        ওগো-তোমার আলোতে আঁধার গেলো চলে
           পদার্পণে প্রদর্শনে পঞ্চানন হয়েছি ছলে -
                   আঁখি মেলে তাকিয়ে আছি,
       চরণে বাজাচ্ছে নূপুর ধ্বনি ধন্য হলো এই বনানী
               আমি মোহিনীর মায়ায় পথ ভুলেছি।
          স্মিত মুখে অবগুণ্ঠনে ঢেকে লুকায় লজ্জায়
            কনিষ্ঠ ধরে রেখেছি তারে দিয়েছি হৃদয় -
                        শিহরণ-শরীর জুড়ে,
             প্রতি চুমু-চুম্বনে বাজে কাঁকন কম্পনে
                   গুরু-গম্ভীর নিঃশ্বাসের ভিড়ে।

             অধর অমৃতের ছোঁয়ায় স্নাত হই দুজনে  
                   মিশে আছি আমরা দেহ প্রাণে,
            ওগো তোমার ঘ্রাণে হৃদয়ে দিচ্ছে দোলা
                সুখ সাগরে ডুবে কেটেছে বেলা
             রেখেছি বেধে তারে আকুলিত নয়নে-
        অনন্ত প্রেম প্রাণে প্রেয়সী ধন্য তোমায় পাওয়া!
         নিশুতি নিশিতে নিধুবনে এসেছে প্রাণের প্রিয়া।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ইং- ৩০ জুলাই ২০১৯ সাল
বাংলা -১৩ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ (মঙ্গলবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।