নিঃসঙ্গ
     ✍- উজ্জ্বল সরদার আর্য

বসন্তের আকাশ থেকে ঝরে পড়া আমি আজ আনন্দের আবির
নই,নই কোন দখিনা বাতাসে মিশ্রিত মন মাতানো নব ফোটা
ফুলের সুগন্ধ।
অথবা শিল্পীর রঙে-রঞ্জিত-অঙ্কিত-সজ্জিত নই কোন
গোধূলি।
দৃষ্টির অগোচরে যে নন্দন কাননে তোমার অনুপস্থিতিতে
তোমায় ঘিরে বাজছে  বিরহ বাঁশী, সে বেদনার্ত বাঁশির সুর
আমি!
আজ আমিই প্রকৃতি হারা কোন এক নিঃসঙ্গ অসহায় পূজারী,
বা ধ্যান ভঙ্গ উন্মাদ পুরুষ।

ঈশ্বর অবহেলিত-অপমানে প্রেয়সীর প্রাণত্যাগ স্বয়ং ঈশ্বর
কেই করছে ক্ষত-বিক্ষত।
তাই নীরব-নিদ্রিত নয়নে,আজ শনির বক্র দৃষ্টির হয়েছে
আবির্ভাব।
স্কন্ধে নিয়েছি তুলে শব, পতিব্রতায় তুমি অমর-অক্ষয়!
দুঃখ-দুর্ভিক্ষ রুক্ষ বুকে বিরহ-বিষে নীলকণ্ঠ-নীলিমায়-
নিমজ্জিত ডেকেছি প্রলয়।
হতগৌরবে ঘন অভ্র-অন্তরীক্ষে নীলাঞ্জনার ঝলকানি,
মর্মাহত কম্পিত পৃথিবী কে আজ জানিয়ে যাচ্ছে  -
প্রেয়সী হারা প্রেমিকের তীব্র কাতরতা পূর্ণ উন্মাদ পথচলা।

গর্জিত-মত্ত হও-হে আমার রুদ্র বীণা,আমার ডমরুধ্বনিতে
মিশে আছে সঙ্গী হারা যত জ্বালা-যাতনা,
বেদনায় জর্জরিত কান্না !
স্বর্গ-মর্ত-পাতাল যাক রসাতল,
আমি বেদনার্ত নিঃসঙ্গ মহাকাল!
আমার নয়ন জলে নিতলে ডোবালে মিলবে ঘাত-প্রতিঘাত,
ওরে অনুচর মস্তক ছিন্নভিন্ন কর্ হক দক্ষ নিপাত।
হে প্রয়াণ প্রেমিকা তুমি ছিলে, থাকবে অন্তরে-অনন্তকাল!
প্রতিমূর্তি গড়ে করবো নমস্কার তুমি আমার,
চরণ রাঙাবো ঝরিয়ে অশ্রুজল।




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২ জানুয়ারি ২০২০ সাল
বাংলা ১৭ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।