নিশিকান্ত
✍-উজ্জ্বল সরদার আর্য
ওগো তুমি নীল নভোমণ্ডলের নিশিকান্ত হও
হাজার তারার মাঝে উজ্জ্বল সাজে
দীপ্তি ছড়িয়ে দাঁড়িয়ে রও-
আকুল আঁখি মেলে
তোমার স্পর্শ লাগলে কায় কেঁপে উঠবে হৃদয়
জাগবে প্রেম প্রাণ কমলে।
তৃষিত-জাগ্রত,সুন্দর-শান্ত,করুণ-ক্লান্ত,
থাকবে পথ চেয়ে বিরহে ব্যাকুল মনে
আমি তোমাকে দেখে লজ্জিত স্মিত মুখে
টেনে দেবো ঢেকে দেবো অবগুণ্ঠনে-
লুকাই অন্তরালে
ক্ষণে-ক্ষণে বনে উদাসিনী মনে
তুমি খোঁজ অশ্রু জলে।
ওগো তাই মায়ায় ভুলে পথ ভুলনা
যাও চলে যাও ভুলে সকল বেদনা -
লণ্ঠন নিভেছে আঁধার নেমেছে
নিলয়ে গো!
ওরা অর্ঘ সাজিয়ে আছে পথ চেয়ে
তবু পূজার ঘরে প্রভা প্রবেশ করেনা গো।
তাই তোমার দীপ্তিতে পথ চলবে রাত্রিতে
সলিল সজ্জিত হবে সৈকতে-
ভরবে আনন্দে মন
আমি অবনীর অবগুণ্ঠন সরিয়ে
সৌকর্য ময় মুখ দেখবো লুটিয়ে
তোমার আলোতে সর্বক্ষণ।
ওগো জীর্ণ জগতের পারাপারে প্রাণ দাও এবারে
আমি তোমায় থাকবো ভালোবাসে সর্বদা ঘিরে-
উজ্জ্বল হবে রজনীর প্রান্তদেশ
জাগবে জনতা প্রাণে প্রফুল্লতা হে
গাইবে গান জয় হিন্দ হে !!
জয় হিন্দ হে !!
পাবে প্রেম প্রাণের দানে ভরা বকুল বনে
ঘ্রাণে ঘুচবে ছদ্মবেশ।
তাই এসো হে এই তমিস্রা ক্ষণে
এসো চুপিচুপি ক্লান্তিহীন আমার মনে,
দাও ছড়িয়ে আলো প্রাণে-
গম্ভীর গগনের মুখে
আমি মেলেছি নয়ন দাও হে দর্শন
দিয়ে দাও দেহে রক্তচন্দনে লেপন মনের সুখে।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৬ আগস্ট ২০১৬ সাল
বাংলা ৩১ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।