নিদ্রাভঙ্গ
✍-উজ্জ্বল সরদার আর্য
বিষাদ পান্থ, পড়ে-পথে
স্বজন-শূন্য!
অক্ষি তন্দ্রায়,অর্ক-অস্ত
নিশি রাজ্য।
সহসা সর্বশুচি জঙ্গিরা-জ্বালে,
ভবন-ভস্ম’ দিচ্ছে ঘাতক-ঘাত।
মর্দিত-মা, ক্ষতবিক্ষত বক্ষ
ঝরছে রক্ত!
রঞ্জিত-রাজপথ, নর-নিপাত
শোকতপ্ত।
দুর্ভিক্ষ-দুনিয়া, বায়ুতে বিকৃত
দুর্গন্ধ!
জনশূন্য দেশ,মাংসাশী শিকারির
শুধু আনাগোনা।
অন্ধকারে-অবরুদ্ধ লক্ষ ভ্রষ্ট মার্গ
নির্বীজ জনতার,
চতুর্দিক হাহাকার-- বোমা-বিস্ফোরণে
সব ছারখার।
কৃষ্ণ ধূম কুণ্ডলী পাকিয়ে
অন্তরীক্ষ জুড়ে,
অন্তর কাঁপছে থর্-থর্
যাচ্ছে সব পাবকে পুড়ে।
রজনী শেষে প্রভাত হেসে
আসবে কি?
পক্ষী-পলাতক,পুষ্প-পরলোক,
শস্য-ভস্ম বীরকে ডাকি।
কিন্তু আজ হয়েছে নিদ্রাভঙ্গ
বুঝেছি ভুল আমি,
জাগ্রত-জনতা সকলে একতা
নির্ভীক যোদ্ধা স্বাধীন করবে ভূমি।
রক্ত দানে মুক্তির গানে
ভেঙেছে সব দ্বার,
আমি তৈরি ধরেছি তরবারি
করবো শত্রু সংহার।
রচনাকাল ২১ নভেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ
৪ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ,বুধবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।