নববর্ষ
✍-উজ্জ্বল সরদার আর্য
আজি আসিল নববর্ষ সুদৃশ্য ছবি এঁকে এই ধরায়।
ছিল যত জরাজীর্ণ প্রাণ উজ্জীবিত তারা প্রেম গানে,
মোহিনী হরিণী নয়ন খুলিল চৌতালির ছোঁয়ায়।।
যাও ভুলে দুঃখ-বেদনা, এসো করি প্রেম বন্দনা,
মন-মিলনে আপন প্রীতি হৃদয় দোলায়।।
শত্রুমিত্র ভুলি কামনা-ক্লম,উল্লাসে উঠিল বেজে বাঁশি,
এসো-অমর অমৃত ধারায় ভাসি।
গহিন গহনে গোপন পুষ্প রাজি গন্ধ ছড়ালো আজি,
প্রকাশ্য পথে একসাথে চলি অনন্ত ভালোবাসায়।
সুখ স্মৃতি প্রেম গীতি তে মুখরিত জগত বিশ্বময়।।
রচনাকাল, ১৫ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ,
বাংলা, ২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।