নারী শক্তি
  ✍-উজ্জ্বল সরদার আর্য

ওগো নারী,তুমি শক্তি, প্রকৃতির প্রতিরূপ তেজস্বিনী
দুর্গতিনাশিনী তুমি-ই রুদ্রাণী!
তবে আজ দেবী-বীরাঙ্গনা রূপ ঘোমটা টেনে লুকিয়ে
রেখেছ কেন?
মনে পড়ে তোমার অতীতের সেই অগ্নি কাণ্ড বিক্ষোভ-
বিদ্রোহের দিন গুলির কথা?
যেখানে নিজ হাতে শত্রুর বলিদান দিয়ে রক্ষা করে
ছিলে পৃথিবীকে।

আজ সেই পৃথিবীর দিকে চেয়ে দেখো,
তোমার বীরাঙ্গনা দিন-দিন হচ্ছে লুপ্ত!
কথাই কোন দুর্বলতার ছল-পেয়েছে খুঁজে ওই মৃত্যুর
মহাকাল, ধরছে তোমার গলার টুঁটি চেপে-
তবু তুমি নও ক্ষিপ্ত।
রক্তাক্ত-ক্ষত-বিক্ষত দেহ, ভুলেছ দ্রোহ,
আজ বসবাস তোমার অন্তরালে!
কেউ অসহায়, কেউ জীবন কাটায় পতিতালয়,
কেউ শাসিত-সংসারে রাত পার করছে অশ্রু জলে।

ওগো তুমি তো সৃষ্টির মহা কারিগর,
কত বীর বিপ্লবীর জন্ম দিয়ে রক্ষা করেছো দ্বার।
তবে আজ কেন তুমি শান্ত? দিনদিন হচ্ছো অবহেলিত,
পীড়িত-লাঞ্ছিত আজ সমস্ত নারী।
তাই জাগো হে-এই বেলাশেষে, নতুন সকালের প্রত্যাশায়।
জাগ্রত হক নারী শক্তি, শুরু হক প্রতিবাদ, দিতে হবে
অন্যায়ের দণ্ড!
দশভুজা-চতুর্ভুজা-দ্বিভুজায় সজ্জিত হক অস্ত্রে,
যেখানে দেখবে শাসিত সমাজের শত্রু,
মস্তক ছিন্ন করে করো রক্তপান।




রচনাকাল, ২৮ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ,
বাংলা- ১২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।