নারী ও পুরুষ
    ✍-উজ্জ্বল সরদার আর্য

পুরুষ যদি দেব হয় নারী তবে দেবী,
সংসারে দুজনের ভূমিকা সমান
তোমাদের বন্দনা করে ওগো কবি।
কেউ কারো করোনা তুচ্ছ
সম উচ্চ দুজনে,
তোমাদের মিলনে সৃষ্টি যায় এগিয়ে
দুজনের বসবাস দুজনের মনে।

পুরুষ যদি কর্ম হয় নারী তবে ধর্ম,
দুজনের মিলবন্ধনে জীবন গড়ে
অনুভব করি আমি তোমাদের মর্ম।
একে অপরের পরিপূরক
অনন্ত কাল আছো সঙ্ঘবদ্ধ,
আত্মত্যাগে দুজনেই অমর
অন্তর প্রেমে গড়েছ সম্বন্ধ।

পুরুষ যদি পরমেশ্বর হয়
নারী তবে পরমেশ্বরী,
যেন এক পুষ্পের দুই পাপড়ি
সুন্দর এবং সুন্দরী।
একজনের অনুপস্থিতিতে
জগত-সংসার হবে অচল,
দুজন-দুজনকেই সম্মান-শ্রদ্ধা করো
যারা মূর্খ তারাই তো করে কোলাহল।

পুরুষ যদি পরম ব্রহ্ম হয়
নারী তবে প্রকৃতি,
দুজনের দান সমান-সমান
অনন্তকাল অটুট থাকুক সম্পর্ক-প্রীতি।
পুরুষ আত্মা হলে প্রকৃতি গড়ে দেহ,
শরীর বিনা আত্মার অস্তিত্ব কোথায়?
ভুলে যাও আজ তোমরা কলহ-দ্রোহ।

পুরুষ যদি দাস হয় নারী তবে দাসী,
দুজনের সেবায় পৃথিবী ধন্য
এসো দুজনকেই সমান ভালোবাসি।
অহংকারে অস্তিত্ব হয় চূর্ণ
কেউ কাউকে ভেবো না দুর্বল,
যদি পুরুষ বীর হয় নারী তবে শক্তি
তোমাদের যুগল মিলনে হয় পৃথিবী উজ্জ্বল।




✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল - ১৪ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ
বাংলা- ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।