মুক্তমনা
    ✍-উজ্জ্বল সরদার আর্য

ছুটছি দূর-দিগন্তে পাড়ি দিয়েছি সৈকতে
একান্তে,
সকলে আমরা জেগেছি এই রজনীকান্তে।
আমরা চাই লোহিত রক্ত হয়েছি ক্ষিপ্ত,
সকল বাঁধা মোচন করে মেদিনীর বুকে
মহীরুহ সম দাঁড়িয়ে হতে চাই মুক্ত।
আমরা যে মাতৃভূমির মহাবীর
অহর্নিশি ইতিহাস গড়তে সর্বদা অস্থির -
আজ শরবিদ্ধ করতে চাই শত্রুর বুকে
নির্ভীক জনতা নত হয়না কারো শোঁকে।

ওই ভিনদেশী-সন্ত্রাসী-রাজাকার-জঙ্গি
এসেছে দ্বারে,
ওদের মস্তক কেটে পাঠিয়ে দেবো
লোকান্তরে।
ওরা খায় কেবল লোহিত রক্ত
পৃথিবীতে ডেকে আনে অসময়  নক্ত।
এখন জাগ্রত নির্মল চলছে চৈতালি
তবুও আমরা ভৈরবী-বহ্নি কুণ্ডলী জ্বালি।  
আজ জলধরে ভরেছে জল
কূল ভেঙে প্লাবনে ভেসে যাক ধরণী
ডুবে যাক মহাকাল।




রচনাকাল ১ জানুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দ,
দাকোপ খুলনা, বাংলাদেশ।
এই কবিতাটি "দৈনিক প্রবর্তন" পত্রিকায়
প্রকাশ হয়েছিল ১০ জুন ২০১৭ সালে।